কলম্বিয়ার রাষ্ট্রপতি ট্রাম্পকে গাজার জনগণের গণহত্যার সহযোগী বললেন
আরাকচি: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অধিকার
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
পার্স টুডে - ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইসলামী প্রজাতন্ত্রের অধিকার।
মঙ্গলবার প্রকাশিত সিএনএন-এর সাথে এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন: "আমাদের কখনোই পারমাণবিক অস্ত্র রাখার ইচ্ছা ছিল না, এবং আমরা ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সহ P5+1 দেশগুলির সাথে পরমাণু সহযোগিতা সংক্রান্ত সমঝোতা বা JCPOA স্বাক্ষর করার সময় এটি প্রমাণ করেছি।"
আরাকচি আরও বলেন: "আমেরিকা আমাদের পারমাণবিক স্থাপনা এবং সমৃদ্ধকরণ কেন্দ্রগুলিতে আক্রমণ করেছে, সেগুলো ধ্বংস করেছে এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু এই সামরিক অভিযান সমস্যার সমাধান করতে পারেনি, কারণ প্রযুক্তিটি আমাদের কাছে সহজলভ্য এবং দেশীয়। আমরা বিদেশ থেকে পারমাণবিক প্রযুক্তি আমদানি করিনি, বরং নিজেরাই এটি তৈরি করেছি।"
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে "ইউরেনিয়াম সমৃদ্ধ করা আমাদের অধিকার", তিনি আরও বলেন: "আমরা কখনও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) লঙ্ঘন করিনি এবং সর্বদা আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে কাজ করেছি।"
সুমুদ কনভয়ের বিপদজনক অঞ্চলে প্রবেশ, ইসরায়েলি আক্রমণের হুমকি বাড়ছে
বহুজাতিক মানবিক কনভয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা কর্মীরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা করেছেন যে তাদের বহর এখন গাজার উপকূল থেকে ১২০ নটিক্যাল মাইল দূরে পৌঁছেছে এবং "উচ্চ-ঝুঁকিপূর্ণ অঞ্চলে" প্রবেশ করছে যেখানে পূর্ববর্তী সাহায্য মিশনগুলোর ওপর ইসরায়েলি দখলদার বাহিনী হামলা চালিয়েছে বা বাধা দিয়েছে। ড্রপ সাইট নিউজের এক আপডেট অনুসারে, "গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আটকাতে ইসরায়েলি নৌবাহিনীর জাহাজগুলো এগিয়ে আসছে বলে জানা গেছে। এখনও কোনও জাহাজে চড়া হয়নি, তবে বেশ কয়েকটি নৌকার সিসিটিভি বিঘ্নিত হয়েছে। মানবিক অভিযানে অংশগ্রহণকারীরা সম্ভাব্য ইসরায়েলি হানাদারদের বাধা দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।"
আয়োজকরা সতর্ক করে দিয়েছেন যে আজ রাত বা আগামীকাল ভোরে ফ্লোটিলা ইসরায়েলি আক্রমণের মুখোমুখি হতে পারে, তাই বিশ্বব্যাপী নাগরিকরা যেন এ নৌ-বহরের নিরাপত্তার জন্য তাদের নিজ নিজ সরকারকে চাপ দেন।
"ফ্লোটিলার উপর আক্রমণ হলে তা হবে ফিলিস্তিনের উপর আক্রমণ," বিবৃতিতে জোর দেওয়া হয়ে বলা হয়েছে। কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "বেসামরিক, মানবিক এবং অহিংস গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উপর যেকোনো ইসরায়েলি আক্রমণ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হবে।"
অর্থনৈতিক সংকটের পর মরক্কোতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে
ভয়েস অফ মরক্কোর সংবাদ সাইট মরক্কোতে অর্থনৈতিক সংকট এবং বেকারত্বের বিরুদ্ধে জনসাধারণের বিক্ষোভ ছড়িয়ে পড়ার খবর জানিয়েছে। এই বিক্ষোভের ফলে মরক্কোর কিছু শহরে জনগণ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে এবং কিছু পাবলিক স্থান ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকটি বাণিজ্যিক কেন্দ্রে আগুন ধরিয়ে দেওয়া হয়।
চীন: আমরা ইরানের ওপর নিষেধাজ্ঞা এবং চাপের বিরোধী
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেছেন: "আমরা ইরানের বিরুদ্ধে বলপ্রয়োগের হুমকি, নিষেধাজ্ঞা এবং চাপ আরোপের বিরোধিতা করি; পরমাণু সমঝোতা তথা JCPOA থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা প্রত্যাহারই আজকের সংকটের মূল কারণ। চীন বিশ্বাস করে যে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে ইরানের পারমাণবিক সমস্যার শান্তিপূর্ণ সমাধানই একমাত্র গ্রহণযোগ্য বিকল্প।"
ট্রাম্প গাজায় গণহত্যার শরিক, তার উপযুক্ত স্থান কারাগার: কলম্বিয়ার প্রেসিডেন্ট
কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলি আক্রমণের জন্য সরাসরি দায়ী এবং গাজার জনগণের গণহত্যায় তাদের সহযোগী বলে অভিযুক্ত করেছেন। কলম্বিয়ার রাষ্ট্রপতি প্রাসাদে দেয়া এক ভাষণে তিনি জোর দিয়ে বলেছেন: “ট্রাম্পের একমাত্র প্রাপ্য স্থান হল কারাগার, কারণ তিনি গাজায় গণহত্যায় ইহুদিবাদী ইসরায়েলের সহযোগী।” পেট্রো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সম্ভাব্য মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় তাকে গ্রেপ্তারেরও আহ্বান জানিয়েছেন।
ইরাকি এমপি: উত্তর ইরাকে তুরস্কের তৎপরতা বিপজ্জনক
ইরাকি পার্লামেন্টের নিরাপত্তা ও প্রতিরক্ষা কমিটির সদস্য আলী আল-বান্দাউই উত্তর ইরাকে তুরস্কের সাম্প্রতিক সামরিক তৎপরতাকে বিপজ্জনক এবং দেশের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে বর্ণনা করেছেন। আল-বান্দাউই বলেছেন: এই লঙ্ঘনের ধারাবাহিকতা ইরাকের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এবং এর পুনরাবৃত্তি বন্ধ এবং প্রতিরোধ করার জন্য সরকারের স্পষ্ট অবস্থান প্রয়োজন।
রাশিয়া: ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের কোনও স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা নেই
ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ মঙ্গলবার সোশ্যাল নেটওয়ার্ক এক্স-এ একটি বার্তায় লিখেছেন: এটা খুব কৌতুকের বিষয় যে ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য খোলাখুলিভাবে বলেছে যে তাদের ভূমিকা ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি পারমাণবিক চুক্তিকে সহজতর করা। এটি এক ধরণের স্বীকৃতি যে ইউরোপীয়দের কোনও স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা নেই।
হোটেল থেকে পড়ে ফ্রান্সে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের মৃত্যু
রয়টার্স নিউজ এজেন্সি জানিয়েছে যে প্যারিসের একটি হোটেলের ২২ তলা থেকে পড়ে ফ্রান্সে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের মৃত্যু হয়েছে। ঘটনা এবং এর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। #
পার্স টুডে/এমএএইচ/০১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।