আযব সাগর নিয়ে পাশ্চাত্য ও ইউরোপকে সতর্ক করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i66069-আযব_সাগর_নিয়ে_পাশ্চাত্য_ও_ইউরোপকে_সতর্ক_করল_রাশিয়া
রাশিয়া ও ইউক্রেন সীমান্তে অবস্থিত আযব সাগরে অহেতুক উত্তেজনা সৃষ্টির বিরুদ্ধে পাশ্চাত্য ও ইউরোপের দেশগুলোকে মস্কো সতর্ক করে দিয়েছে। মস্কো বলেছে, রাশিয়ার ওপর নতুন করে চাপ সৃষ্টি ও নিষেধাজ্ঞা আরোপের অজুহাত তৈরির জন্য এ ইস্যু তৈরি করা হয়েছে।
(last modified 2025-10-08T09:10:00+00:00 )
নভেম্বর ২৪, ২০১৮ ১৭:১৮ Asia/Dhaka
  • আযব সাগরের কের্চ প্রণালীর ওপর নির্মাণ করা হয়েছে কের্চ সেতু
    আযব সাগরের কের্চ প্রণালীর ওপর নির্মাণ করা হয়েছে কের্চ সেতু

রাশিয়া ও ইউক্রেন সীমান্তে অবস্থিত আযব সাগরে অহেতুক উত্তেজনা সৃষ্টির বিরুদ্ধে পাশ্চাত্য ও ইউরোপের দেশগুলোকে মস্কো সতর্ক করে দিয়েছে। মস্কো বলেছে, রাশিয়ার ওপর নতুন করে চাপ সৃষ্টি ও নিষেধাজ্ঞা আরোপের অজুহাত তৈরির জন্য এ ইস্যু তৈরি করা হয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গতকাল (শুক্রবার) ইতালির পররাষ্ট্রমন্ত্রী এনজো মোয়াভেরোর সঙ্গে রোমে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন।

আযব সাগর নিয়ে সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বিষয়টিতে ইউক্রেনের পক্ষ নিয়েছে ইউরোপ ও পশ্চিমা দেশগুলো। আযব সাগরের কৌশলগত কের্চ প্রণালীতে রাশিয়া একটি সেতু তৈরি করেছে যা রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়াকে সংযুক্ত করেছে।

কের্চ ব্রিজ যা রাশিয়াকে ক্রিমিয়ার সঙ্গে যুক্ত করেছে

চলতি বছরের প্রথম দিকে ক্রিমিয়ার কাছ থেকে ইউক্রেন রাশিয়ার দুটি জাহাজ আটক করলে দু দেশের মধ্যে উত্তেজনা মারাত্মক আকার ধারণ করে। মস্কো এ ঘটনাকে ‘সমুদ্র সন্ত্রাস’ বলে আখ্যায়িত করে এবং আযব সাগরে রুশ সেনা টহল বাড়িয়ে দেয়া হয়। রাশিয়ার এ পদক্ষেপকে অবৈধ বলে মন্তব্য করে ইউক্রেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

এ সম্পর্কে ল্যাভরভ বলেন, যখন ইউক্রেন রাশিয়ার দুটি জাহাজ আটক করে সেগুলো নিলামে বিক্রির উদ্যোগ নেয় এবং নাবিকদের বন্দী রাখে তখন পশ্চিমাদের কোনো উদ্বেগ থাকে না কিন্তু রাশিয়া নিজের ও কের্চ সেতুর নিরাপত্তা বিবেচনা করে বাড়তি সেনা মোতায়েন করলে তখন পশ্চিমাদের উদ্বেগ-উৎকণ্ঠা বেড়ে যায়। মূলত তারা এসব অজুহাত সৃষ্টি করে মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে চায়।#  

পার্সটুডে/এসআইবি/২৪