ইউক্রেনের সঙ্গে উত্তেজনা: রাশিয়া আরো এস-৪০০ পাঠাচ্ছে ক্রিমিয়ায়
https://parstoday.ir/bn/news/world-i66185-ইউক্রেনের_সঙ্গে_উত্তেজনা_রাশিয়া_আরো_এস_৪০০_পাঠাচ্ছে_ক্রিমিয়ায়
ইউক্রেনের সঙ্গে উত্তেজনার মাঝে ক্রিমিয়ায় আরো এক ব্যাটালিয়ন এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। চলতি বছর শেষ হওয়ার আগেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক বিভাগের মুখপাত্র কর্নেল ভাদিম আস্তাফইয়েভ।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ২৮, ২০১৮ ১৮:০৮ Asia/Dhaka
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
    এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

ইউক্রেনের সঙ্গে উত্তেজনার মাঝে ক্রিমিয়ায় আরো এক ব্যাটালিয়ন এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। চলতি বছর শেষ হওয়ার আগেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক বিভাগের মুখপাত্র কর্নেল ভাদিম আস্তাফইয়েভ।

তিনি জানান, রাশিয়ার আকাশসীমা রক্ষার জন্য নিকট ভবিষ্যতে নতুন এ ব্যবস্থাকে মোতায়েন করা হবে এবং আগের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেয়া হবে। তবে ঠিক কোন জায়গায় এসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে তা তিনি বলেন নি। স্থায়ীভাবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের জন্য এরইমধ্যে ট্রেনে করে সমস্ত উপাদান নেয়া শুরু হয়েছে। আগে থেকেই ক্রিমিয়ায় তিনটি পূর্ণাঙ্গ এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যটালিয়ন মোতায়েন করা রয়েছে।

কের্চ প্রণালী থেকে আটক ইউক্রেনের নাবিক (নীল জ্যাকেট পরা)

ক্রিমিয়ার কাছে আজোভ সাগরের কের্চ প্রণালীতে অবৈধভাবে রুশ পানিসীমায় ঢোকার অপরাধে রাশিয়ার সেনারা ইউক্রেনের তিনটি জাহাজ আটক করেছে। এরপর দু দেশের মধ্যে  সামরিক উত্তেজনা বেড়ে গেছে। ইউক্রেনে এক মাসের জন্য সামরিক আইন জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশংকো।#    

পার্সটুডে/এসআইবি/২৮

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন