জাপানের ওকিনাওয়ায় মার্কিন সামরিক ঘাঁটি ইস্যুতে গণভোটের তারিখ ঘোষণা
-
ওকিনাওয়ায় মার্কিন সামরিক ঘাঁটি
জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ইস্যুতে গণভোট হবে আগামী ২৪ ফেব্রুয়ারি। গত মাসে স্থানীয় সংসদে গণভোটের প্রস্তাব পাস হওয়ার পর এবার তারিখ ঘোষণা করা হলো।
ওকিনাওয়ার গভর্নর ড্যানি টামাকি গণভোটের তারিখ ঘোষণার পর বলেছেন, স্থানীয় মানুষের মত প্রকাশের সুযোগ করে দেবে এ গণভোট। তারা তাদের ইচ্ছা পূরণের জন্য নিজের মতামত জানাতে পারবে। সবাইকে গণভোটে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।
গতমাসে ওকিনাওয়ার স্থানীয় সংসদের অধিকাংশ সদস্য গণভোট আয়োজনের পক্ষে ভোট দেয়। জাপানের কেন্দ্রীয় সরকার ও আমেরিকা ওকিনাওয়া দ্বীপের ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সামরিক ঘাঁটিটি সরিয়ে ওই দ্বীপেরই কম জনসংখ্যা অধ্যুষিত একটি এলাকায় তা স্থানান্তরের সিদ্ধান্ত নেয়ার পর থেকেই প্রতিবাদ জানিয়ে আসছেন দ্বীপবাসীরা। এরই অংশ হিসেবে সর্বশেষ গভর্নর নির্বাচনে মার্কিন ঘাঁটি বিরোধী প্রার্থী ডেনি টামাকি-কে ভোট দেয় জনগণ।
এরপর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে'র সঙ্গে দেখা করে গভর্নর ডেনি টামাকি বলেন, আমেরিকার এটা জানা উচিৎ ওয়াকিনাওয়ার জনগণ এই দ্বীপে আর মার্কিন ঘাঁটি দেখতে চায় না।
ওকিনাওয়ার জনগণের দাবি, জাপানি ও মার্কিন সরকার ঘাঁটি স্থানান্তরের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে তা স্থায়ীভাবে এই দ্বীপেই রেখে দিতে চাচ্ছে। এ কারণে ঘাঁটি স্থানান্তরের পরিকল্পনারও তারা বিরোধী।
ওকিনাওয়া দ্বীপে মোতায়েন মার্কিন সেনারা বছরের পর বছর ধরে সেখানে হত্যা-ধর্ষণসহ নানা ধরণের অপরাধ করে আসছে। মার্কিন সেনাদের এসব অপকর্ম থেকে মুক্তি পেতে দ্বীপটির জনগণ বহু বছর ধরেই ঘাঁটি বন্ধের দাবি জানাচ্ছে। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন