উত্তর কোরিয়ায় গেল দক্ষিণের ট্রেন; সঙ্গে আছেন ২৮ প্রকৌশলী
https://parstoday.ir/bn/news/world-i66234-উত্তর_কোরিয়ায়_গেল_দক্ষিণের_ট্রেন_সঙ্গে_আছেন_২৮_প্রকৌশলী
দক্ষিণ কোরিয়ার একটি ট্রেন আজ (শুক্রবার) উত্তর কোরিয়ায় প্রবেশ করেছে। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এক দশকের মধ্যে প্রথমবারের মত দক্ষিণ কোরিয়ার কোনো ট্রেন উত্তর কোরিয়ায় প্রবেশ করল। কোরীয় উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনতে দুই কোরিয়ার শীর্ষ নেতা গত বছর থেকে নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ৩০, ২০১৮ ১৭:০০ Asia/Dhaka
  • ট্রেনে উঠার অপেক্ষায় দক্ষিণ কোরীয় ইঞ্জিনিয়াররা
    ট্রেনে উঠার অপেক্ষায় দক্ষিণ কোরীয় ইঞ্জিনিয়াররা

দক্ষিণ কোরিয়ার একটি ট্রেন আজ (শুক্রবার) উত্তর কোরিয়ায় প্রবেশ করেছে। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এক দশকের মধ্যে প্রথমবারের মত দক্ষিণ কোরিয়ার কোনো ট্রেন উত্তর কোরিয়ায় প্রবেশ করল। কোরীয় উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনতে দুই কোরিয়ার শীর্ষ নেতা গত বছর থেকে নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছেন।

সকালে রাজধানী সিউলের উত্তরের শহর দোরাসান থেকে প্রকৌশলীদের একটি দল নিয়ে ট্রেনটি উত্তর কোরিয়া যাত্রা শুরু করে। স্বল্প সময়ের মধ্যে দুই দেশের সীমান্তে ‘যুদ্ধবিরতি অঞ্চল’ পানমুন স্টেশনে পৌঁছায়। সেখানে উত্তর কোরিয়ার একটি ইঞ্জিন ট্রেনটিকে নিয়ে যায়। দক্ষিণ কোরিয়ার ইঞ্জিনটিকে ফেরৎ পাঠানো হয়।

ট্রেনে অবস্থানকারী ২৮ সদস্যের ওই বিশেষজ্ঞ দলটি আগামী ১৮ দিন উত্তর কোরিয়ায় প্রায় ১২শ কিলোমিটার রেলপথ ভ্রমণ করবে এবং রেলওয়ে অবকাঠামো পরীক্ষা করবে। দুই দেশের মধ্যে রেলসংযোগ পুনঃস্থাপনের লক্ষ্যে এ কার্যক্রম চালানো হবে। দক্ষিণ কোরিয়া আশা করছে, উত্তর কোরিয়ার সঙ্গে আবারও রেলসংযোগ স্থাপিত হলে তারা সড়কপথে ইউরেশিয়ায় বাণিজ্যিক ও অর্থনৈতিক তৎপরতা বাড়াতে পারবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন