প্রেসিডেন্ট হিসেবে আমিই সবচেয়ে যোগ্য প্রার্থী: বাইডেন
(last modified Wed, 05 Dec 2018 09:36:40 GMT )
ডিসেম্বর ০৫, ২০১৮ ১৫:৩৬ Asia/Dhaka
  • জো বাইডেন
    জো বাইডেন

আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনিই সবচেয়ে যোগ্য প্রার্থী। এ বক্তব্যের মাঝ দিয়ে মূলত তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার সুস্পষ্ট ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, আগামী নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সে বিষয়ে শিগগিরি সিদ্ধান্ত জানাবেন।

মন্টানাতে গতকাল (মঙ্গলবার) এক অনুষ্ঠানে জো বাইডেন বলেন, তিনি সম্ভবত ২০২০ সালের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করতে পারেন কারণ তিনিই অন্য সম্ভাব্য প্রার্থীর চেয়ে বেশি যোগ্যতাসম্পন্ন প্রার্থী হবেন। তবে, নিজের ছেলে ও নাতি-নাতনিদের সঙ্গে আলোচনা করে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

বাইডেন বলেন, “আপনাদেরকে সোজা-সাপ্টা বলি যে, প্রেসিডেন্ট হওয়ার জন্য দেশের ভেতরে আমিই সবচেয়ে যোগ্য ব্যক্তি। দেশ এখন যেসব সমস্যার মুখোমুখি হয়েছে সেবসব নিয়েই আমি সারাজীবন কাজ করেছি। আমার সমালোচকেরাও সেকথা জানেন।”  বাইডেন আরো বলেন, নিজেকে যোগ্য মনে না করলে কেউ প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে আসেন না।#

পার্সটুডে/এসআইবি/৫  

ট্যাগ