শান্তি আলোচনা: তালেবানকে ভর্ৎসনা করল আফগান সরকার
https://parstoday.ir/bn/news/world-i66750-শান্তি_আলোচনা_তালেবানকে_ভর্ৎসনা_করল_আফগান_সরকার
আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানানোয় উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবানকে ভর্ৎসনা করেছে কাবুল সরকার। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় বসে তালেবান।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ডিসেম্বর ২২, ২০১৮ ০৭:৩৪ Asia/Dhaka
  • আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি
    আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি

আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানানোয় উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবানকে ভর্ৎসনা করেছে কাবুল সরকার। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় বসে তালেবান।

বৈঠকে স্বাগতিক দেশের পাশাপাশি সৌদি আরব ও পাকিস্তানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে আমেরিকার পক্ষ থেকে অংশগ্রহণ করেন দেশটির আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জালমাই খালিলজাদ।

আফগান সরকার ওই আলোচনার জন্য প্রতিনিধি পাঠালেও তাদের সঙ্গে বৈঠকে বসতে অস্বীকৃতি জানায় তালেবান।

তালেবান জঙ্গিদের একটি দল (ফাইল ছবি)

আফগান প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা এই মুহূর্তে সেদেশের জনগণের অন্যতম প্রধান দাবি। কিন্তু জনগণের এই দাবি উপেক্ষা করে আবুধাবিতে আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে তালেবান।

বিবৃতিতে আরো বলা হয়েছে, তালেবানের এই একগুঁয়েমির কারণে আবুধাবি বৈঠক থেকে কোনো ইতিবাচক ফলাফল বের হয়ে আসেনি। এ থেকে বোঝা যায়, তালেবান বাহ্যিকভাবে আলোচনার টেবিলে বসলেও তারা আসলে যুদ্ধ চালিয়ে যেতে চায়।

আফগান প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতিতে আরো বলা হয়েছে, তালেবানের অসহযোগিতা সত্ত্বেও আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখবে কাবুল সরকার। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২