মহাকাশে ইরানের উপগ্রহ প্রেরণ জাতিসংঘ প্রস্তাবের লঙ্ঘন: পম্পেও’র বাগাড়ম্বর
https://parstoday.ir/bn/news/world-i67298-মহাকাশে_ইরানের_উপগ্রহ_প্রেরণ_জাতিসংঘ_প্রস্তাবের_লঙ্ঘন_পম্পেও’র_বাগাড়ম্বর
মহাকাশে ইরানের কৃত্রিম উপগ্রহ প্রেরণ জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘনের শামিল বলে আবারো বাগাড়ম্বর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে শনিবার এক বক্তব্যে এই অভিযোগ করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৩, ২০১৯ ১০:১৪ Asia/Dhaka
  • সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদের সঙ্গে সাক্ষাৎ করেন পম্পেও
    সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদের সঙ্গে সাক্ষাৎ করেন পম্পেও

মহাকাশে ইরানের কৃত্রিম উপগ্রহ প্রেরণ জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘনের শামিল বলে আবারো বাগাড়ম্বর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে শনিবার এক বক্তব্যে এই অভিযোগ করেন।

ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করে পম্পেও বলেন, মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর যে উদ্যোগ ইরান নিয়েছে তার মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘিত হবে। তিনি বলেন, ইরান আসলে পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চায়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিশ্বের সকল দেশকে ইরানের এই পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

মোহাম্মাদ জাওয়াদ জারিফ

পম্পেও এর আগে একই ধরনের যে দাবি করেছিলেন তার জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গত বৃহস্পতিবার বলেন, আমেরিকা যখন ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে তখন এই প্রস্তাব সম্পর্কে কথা বলারই অধিকার ওয়াশিংটনের নেই।

জারিফ বলেন, পম্পেওর বক্তব্য থেকে বোঝা যায় তিনি পরমাণু সমঝোতা বা ২২৩১ নম্বর প্রস্তাব ঠিকমতো বোঝেননি। যাদের এই প্রস্তাব সম্পর্কে ধারনা আছে তারা জানেন যে, এই প্রস্তাবে ইরানকে প্রচলিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে বা মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠাতে নিষেধ করা হয়নি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই প্রস্তাবে শুধুমাত্র পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে নিষেধ করা হয়েছে যা কোনোদিন করেনি তেহরান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩