মার্কিন ‘শাটডাউন’র ক্ষতি মেক্সিকো দেয়াল নির্মাণ-ব্যয়ের চেয়ে বেশি
(last modified Tue, 29 Jan 2019 13:29:53 GMT )
জানুয়ারি ২৯, ২০১৯ ১৯:২৯ Asia/Dhaka
  • শাটডাউনে বন্ধ হয়ে যায় আমেরিকার বহু দপ্তরের কার্যক্রম
    শাটডাউনে বন্ধ হয়ে যায় আমেরিকার বহু দপ্তরের কার্যক্রম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য যে অর্থ বরাদ্দ দেয়ার দাবি জনিয়েছেন তার চেয়ে দ্বিগুণ ক্ষতি হয়েছে কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক শাটডাউনে। মার্কিন কংগ্রেসের বাজেট অফিস এ তথ্য জানিয়েছে।

গত ৩৫ দিনের অচলাবস্থায় আমেরিকার জাতীয় অর্থনীতির ক্ষতি হয়েছে ১,১০০ ডলার। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ চেয়েছিলেন ৫৭০ কোটি ডলার। কিন্তু মার্কিন প্রতিনিধি পরিষদে বিরোধী ডেমোক্র্যাট দলের সদস্যদের বিরোধিতার মুখে ট্রাম্পের আবেদন আটকে যায়। ফলে ট্রাম্পও সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা দেয়ার বিলে সই করতে রজি হন নি। এতে গত ২২ ডিসেম্বর থেকে শুরু হয় মার্কিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘ অচলাবস্থা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প অনেকটা নরম হয়ে অর্থবিলে সই করেন যার কারণে সরকারি প্রতিষ্ঠানগুলোকে তিন সপ্তাহ বেতন-ভাতা দেয়া সম্ভব হবে। স্বল্প সময়ের জন্য অচলাবস্থার নিরসন ঘটিয়ে ট্রাম্প ডেমোক্র্যাট ও রিপাবলিকান নেতাদের দেয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দেয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছানোর সুযোগ দিয়েছেন। তবে তার এ পদক্ষেপ কতটা সফল হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। #         

পার্সটুডে/এসআইবি/২৯

ট্যাগ