৬ বছরের মধ্যে মার্কিন সেনাবাহিনীতে আত্মহত্যার হার সর্বোচ্চ
(last modified Thu, 31 Jan 2019 11:55:08 GMT )
জানুয়ারি ৩১, ২০১৯ ১৭:৫৫ Asia/Dhaka
  • মার্কিন সেনাদের সমাধি
    মার্কিন সেনাদের সমাধি

মার্কিন সামরিক বাহিনীর সক্রিয় সদস্যদের ভেতরে গত ছয় বছরের মধ্যে ২০১৮ সালে আত্মহত্যার হার ছিল সর্বোচ্চ। মার্কিন সরকারি উপাত্ত থেকে এ তথ্য জানা গেছে।

মার্কিন সামরিক বাহিনীর সক্রিয় সদস্যদের আত্মহত্যার তথ্য প্রকাশ করতে না চাইলেও মিলিটারি ডট কম জানিয়েছে, গত বছরের শেষ তিন মাসে ২৮৬ জন সেনা আত্মহত্যা করেছে। এর মধ্যে মেরিন ৫৭ জন, নাবিক ৬৮ জন, ৫৮ জন বৈমানিক এবং ১০৩ জন স্থল সেনা।

মিলিটারি ডট কমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে সর্বোচ্চ সংখ্যাক ৩২১ জন সেনা আত্মহত্যা করেছিল। সামরিক বাহিনী প্রকৃত তথ্য প্রকাশ করলে এবারও সেনাদের আত্মহত্যার সংখ্যা সমান হবে কিংবা তা ছাড়িয়েও যেতে পারে।

সবচেয়ে আশংকার বিষয় হচ্ছে- আমেরিকার বহু প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন এ বিষয়ে সচেতনতামূলক নানা কর্মসূচি হাতে নিলেও আত্মহত্যার প্রবণতা ঠেকানো যাচ্ছে না।#

পার্সটুডে/এসআইবি/৩১