চলতি মাসেই কিমের সঙ্গে আবার বৈঠকে বসছেন ট্রাম্প
(last modified Wed, 06 Feb 2019 11:16:00 GMT )
ফেব্রুয়ারি ০৬, ২০১৯ ১৭:১৬ Asia/Dhaka
  • কিম জং উন (বামে) ও ডোনাল্ড ট্রাম্প
    কিম জং উন (বামে) ও ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়া নেতা কিম জং উনের মধ্যে দ্বিতীয় বৈঠক আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ভিয়েতনামে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বার্ষিক স্টেট অব ইউনিয়নে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প এ ঘোষণা দেন।

ভাষণে তিনি বলেন, “আমরা নতুন কূটনীতির অংশ হিসেবে কোরিয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠা করার ব্যাপারে প্রচেষ্টা চালিয়ে যাব। অনেক কাজ করা এখনো বাকি রয়েছে। তবে কিমের সঙ্গে আমার সম্পর্ক একটি ভালো বিষয়।”

স্টেট অব ইউনিয়নে ভাষণ দেন ট্রাম্প

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের কোথায় শীর্ষ এ বৈঠক অনুষ্ঠিত হবে তা এখনো নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, রাজধানী হ্যানয় ও উপসাগরীয় শহর দানংয়ে বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।  

এর আগে নানা টানাপোড়েনের পর গত ১২ জুন সিঙ্গাপুরে এই দুই শীর্ষ নেতা প্রথম বৈঠকে বসেছিলেন। বৈঠকে কোরিয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণ এবং দু’পক্ষের মধ্যে সমঝোতার নীতিসহ নানা বিষয় নিয়ে অলোচনা ও চুক্তি হয়। কিন্তু এরপর দু’জনের মধ্যে আবারো চুক্তি বাস্তবায়ন নিয়ে দূরত্ব তৈরি হয়। সেক্ষেত্রে সংকট মেটাতে দ্বিতীয় বৈঠক কতটা ভূমিকা রাখবে তা এখনই নিশ্চিত নয়।#

পার্সটুডে/এসআইবি/৬

ট্যাগ