মার্কিন ত্রাণ গ্রহণের জের: কলম্বিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ভেনিজুয়েলা
https://parstoday.ir/bn/news/world-i68343-মার্কিন_ত্রাণ_গ্রহণের_জের_কলম্বিয়ার_সঙ্গে_সম্পর্ক_ছিন্ন_করল_ভেনিজুয়েলা
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রতিবেশী দেশ কলম্বিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেশটির কূটনীতিকদের ভেনিজুয়েলা ত্যাগ করার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন। তিনি বলেছেন, তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপে সহযোগিতা করার কারণে কলম্বিয়ার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০১৯ ০৭:০৫ Asia/Dhaka
  • জনসভায় ভাষণ দিচ্ছেন মাদুরো
    জনসভায় ভাষণ দিচ্ছেন মাদুরো

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রতিবেশী দেশ কলম্বিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেশটির কূটনীতিকদের ভেনিজুয়েলা ত্যাগ করার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন। তিনি বলেছেন, তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপে সহযোগিতা করার কারণে কলম্বিয়ার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

মাদুরো শনিবার রাজধানী কারাকাসে তার সরকারের সমর্থনে আয়োজিত বিশাল জনসমাবেশের ভাষণ দিতে গিয়ে একথা জানান। তিনি মার্কিন সাম্রাজ্যবাদী নীতির মোকাবিলায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংকল্প ব্যক্ত করে বলেন, আমেরিকা ও তার সহযোগী দেশগুলো ত্রাণ পাঠানোর নামে ভেনিজুয়েলার সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করতে চায়।

হুয়ান গুয়াইদো

সম্প্রতি মার্কিন সরকার ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদোকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়। এরপর ওয়াশিংটনের পক্ষ থেকে ভেনিজুয়েলার জনগণের জন্য মানবিক ত্রাণ পাঠানোর ঘোষণা দেয়া হয়।

এই ত্রাণের বহর বিমানে করে কলম্বিয়ায় পাঠানো হয় এবং তা স্থলপথে ভেনিজুয়েলার সীমান্তে পৌঁছে দেয়া হয়। তবে প্রেসিডেন্ট মাদুরো ঘোষণা করেন তিনি কোনো অবস্থায় মার্কিন ত্রাণ ভেনিজুয়েলায় ঢুকতে দেবেন না। অন্যদিকে গুয়াইদো শনিবার দাবি করেছেন, ব্রাজিল ও কলম্বিয়ার মাধ্যমে তার দেশে মার্কিন ত্রাণ পৌঁছে গেছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪