বিক্ষোভের মুখে পিছু হটলেন বুতেফলিকা; নির্বাচন করছেন না
https://parstoday.ir/bn/news/world-i68791-বিক্ষোভের_মুখে_পিছু_হটলেন_বুতেফলিকা_নির্বাচন_করছেন_না
আলজেরিয়ার অশীতিপর প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফলিকা পঞ্চম দফা  নির্বাচন করা থেকে পিছু হটেছেন। দেশটির জনগণের প্রচণ্ড বিক্ষোভের মুখে তিনি নির্বাচন করা থেকে বিরত থাকছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১২, ২০১৯ ১৫:৫৪ Asia/Dhaka
  • আলজেরিয়ার অশীতিপর প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফলিকা
    আলজেরিয়ার অশীতিপর প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফলিকা

আলজেরিয়ার অশীতিপর প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফলিকা পঞ্চম দফা  নির্বাচন করা থেকে পিছু হটেছেন। দেশটির জনগণের প্রচণ্ড বিক্ষোভের মুখে তিনি নির্বাচন করা থেকে বিরত থাকছেন।

গতকাল (সোমবার) বুতেফলিকা এ সিদ্ধান্ত ঘোষণা করেন। একইসঙ্গে তিনি নির্বাচনও স্থগিত করেছেন। এপ্রিল মাসে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল।

৮২ বছর বয়সী বুতেফলিকা গত ২০ বছর ধরে ক্ষমতায় রয়েছেন। ২০১৩ সালে স্ট্রোক করার পর থেকে তিনি স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন।

আলজেরিয়ায় বুতেফলিকা-বিোরধী বিক্ষোভ

বুতেফলিকার শাসনামলে দেশে তেমন কোনো পরিবর্তন নেই; জনগণ ও রাজনৈতিক অবস্থা এক ধরনের স্থবির অবস্থার মধ্যে রয়েছে। চলমান এ অবস্থার পরিবর্তন চাইছেন বিক্ষোভকারীরা। আলজেরিয়ার রাজনীতিতে প্রবীণ রাজনীতিবিদের বিশেষ প্রভাব রয়েছে; এসব রাজনীতিবিদ ফ্রান্স থেকে স্বাধীনতা লাভের লড়াইয়ের অগ্রভাগে ছিলেন।

প্রেসিডেন্ট বুতেফলিকা নির্বাচন স্থগিত করায় এবং নিজে নির্বাচন না করার সিদ্ধান্ত ঘোষণা করায়  বিক্ষোভকারীরা ধারণা করছেন, তিনি হয়ত আর নির্বাচন দেবেন না; নিজেই ক্ষমতায় থাকবেন।#

পার্সটুডে/এসআইবি/১২