থিটু দ্বীপ থেকে দূরে থাকুন নইলে আত্মঘাতী মিশন: চীনকে ফিলিপাইন
https://parstoday.ir/bn/news/world-i69362-থিটু_দ্বীপ_থেকে_দূরে_থাকুন_নইলে_আত্মঘাতী_মিশন_চীনকে_ফিলিপাইন
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপ থেকে দূরে থাকতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি চীনের উদ্দেশে বলেছেন- আমি অনুরোধ করব না, শুধু এটুকুই বলব যে, পাগাসা দ্বীপকে স্পর্শ করবেন না। কারণ এখানে আমার সেনা মোতায়েন রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৫, ২০১৯ ১৯:১৯ Asia/Dhaka
  • রদ্রিগো দুতের্তে
    রদ্রিগো দুতের্তে

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপ থেকে দূরে থাকতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি চীনের উদ্দেশে বলেছেন- আমি অনুরোধ করব না, শুধু এটুকুই বলব যে, পাগাসা দ্বীপকে স্পর্শ করবেন না। কারণ এখানে আমার সেনা মোতায়েন রয়েছে।

তিনি আরও বলেন, পাগাসা দ্বীপ স্পর্শ করলে অন্য ঘটনা ঘটবে। আমি আমার সেনাদেরকে আত্মঘাতী মিশনের জন্য প্রস্তুত হতে বলব।

পাগাসা দ্বীপটি আন্তর্জাতিক অঙ্গনে 'থিটু' নামে পরিচিত। এটি দক্ষিণ চীন সাগরের স্পার্টলি দ্বীপপুঞ্জের অংশ। এই দ্বীপ নিয়ে ফিলিপাইনের সঙ্গে চীনের বিরোধ রয়েছে। দুতের্তে অবশ্য এর আগে বলেছেন, চীনের সঙ্গে যেকোনো যুদ্ধে তার দেশের পরাজয় নিশ্চিত। দক্ষিণ চীন সাগরের পানি সীমা নিয়ে শুধু ফিলিপাইন নয়, ভিয়েতনাম, ব্রুনেই, মালয়েশিয়া ও তাইওয়ানের সঙ্গেও বেইজিংয়ের বিরোধ রয়েছে।

এর আগে আমেরিকা ফিলিপাইনকে উসকানি দিয়ে বলেছে, দ্বীপ নিয়ে চীনের সঙ্গে সংঘাতে জড়ালে তারা ফিলিপাইনকে সমর্থন দেবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫