সুদানের অন্তর্বর্তী সামরিক কাউন্সিলকে স্বীকৃতি দিল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i69629-সুদানের_অন্তর্বর্তী_সামরিক_কাউন্সিলকে_স্বীকৃতি_দিল_রাশিয়া
আফ্রিকার দেশ সুদানের নয়া কর্তৃপক্ষকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। প্রবল জনবিক্ষোভের মুখে এক সামরিক অভ্যুত্থানে সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর মস্কো এ পদক্ষেপ নিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৭, ২০১৯ ০৬:৪০ Asia/Dhaka
  • রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগাদোনোভ
    রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগাদোনোভ

আফ্রিকার দেশ সুদানের নয়া কর্তৃপক্ষকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। প্রবল জনবিক্ষোভের মুখে এক সামরিক অভ্যুত্থানে সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর মস্কো এ পদক্ষেপ নিল।

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগাদোনোভ মঙ্গলবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেছেন, সুদানের যে সামরিক পরিষদ দুই বছরের জন্য দেশ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বীকৃতি দিচ্ছে রাশিয়া।  সুদানের  এই সামরিক পরিষদের সঙ্গে মস্কো যোগাযোগ রক্ষা করবে কিনা- এমন প্রশ্নের উত্তরে বোগদানোভ ইতিবাচক জবাব দেন।

সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশির (ফাইল ছবি)

গত ১১ এপ্রিল প্রেসিডেন্ট বশিরকে ক্ষমতাচ্যুত করে সুদানের সেনাবাহিনী। এর ফলে দেশটিতে বশিরের ৩০ বছরের শাসনের অবসান হয়।  বর্তমানে সুদানের সেনাবাহিনী একটি সামরিক কাউন্সিল গঠন করে দেশ পরিচালনা করছে। এরইমধ্যে সাবেক প্রেসিডেন্ট বশিরের আস্থাভাজন পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদেরকে বরখাস্ত করা হয়েছে। দেশের এটর্নি জেনারেলকেও সরিয়ে দেয়া হয়েছে।

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে রাজপথে আন্দোলনকারী জনতা সাবেক প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সব পদস্থ কর্মকর্তাদের সরিয়ে দেয়ার দাবি জানিয়ে আসছিলেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭