পর্তুগালে মারাত্মক সড়ক দুর্ঘটনায় জার্মানির ২৮ পর্যটক নিহত
-
দুর্ঘটনাকবলিত বাস থেকে আহত এক নারীকে উদ্ধার করা হচ্ছে
পর্তুগালের ম্যাডেইরা দ্বীপে জার্মান পর্যটকদের বহনকারী একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। পর্তুগালের সরকারি বার্তা সংস্থা ‘লুসা’ এ খবর দিয়ে বলেছে, ক্যানিকো শহরের কাছে সংঘটিত এ মারাত্মক দুর্ঘটনায় অপর ২৮ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাসটির চালক রাস্তার একটি মোড়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি পার্শ্ববর্তী গভীর খাদে পড়ে যায়। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে উল্টে যাওয়া বাসটি আবাসিক ঘরবাড়ির কাছে পড়ে আছে। বাসটিতে ৫৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় মেয়র ফিলিপ সুসা জানিয়েছেন, বাসটির সব যাত্রী জার্মানির নাগরিক ছিলেন। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ ও ১৭ জন নারী। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পর্তুগালের প্রেসিডেন্ট মারসেলো রেবেলো ঘটনাস্থল পরিদর্শনের জন্য ম্যাডেইরো দ্বীপে ছুটে গেছেন। এ ছাড়া, দেশটির প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তা জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলকে সমবেদনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন।
ম্যাডেইরা দ্বীপে ২০০৫ সালে এক সড়ক দুর্ঘটনায় ইতালির পাঁচ পর্যটক নিহত হয়েছিলেন।#
পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/১৮