আবারও ইরানের জাতীয় দলের কোচ হলেন কার্লোস কেইরুশ
https://parstoday.ir/bn/news/iran-i112954-আবারও_ইরানের_জাতীয়_দলের_কোচ_হলেন_কার্লোস_কেইরুশ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় দলের হেড কোচ হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন কার্লোস কেইরুশ। এ তথ্য জানিয়েছেন ইরানের জাতীয় ফুটবল দলের গণমাধ্যম বিষয়ক পরিচালক মোহাম্মাদ জামায়াত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২২ ১৮:০৯ Asia/Dhaka
  • কার্লোস কেইরুশ
    কার্লোস কেইরুশ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় দলের হেড কোচ হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন কার্লোস কেইরুশ। এ তথ্য জানিয়েছেন ইরানের জাতীয় ফুটবল দলের গণমাধ্যম বিষয়ক পরিচালক মোহাম্মাদ জামায়াত।

তিনি টুইটারে লিখেছেন, এর আগের দু'টি বিশ্বকাপে কার্লোস কেইরুশ ইরানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারের বিশ্বকাপেও কেইরুশ থাকায় ইরানি জনগণ সেখানে সম্মান ও আনন্দের ভাগীদার হবেন বলে আশা করা যায়।

পর্তুগালের ফুটবলার কার্লোস কেইরুশ ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপেও ইরানের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এত দিন ইরানের জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার ড্রাগান স্কোচিচ। তার তত্ত্বাবধানে ইরানের জাতীয় দল বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ১৪ ম্যাচের ১৩টিতে জয়ী হয় ও একটি খেলা ড্র করে।

কাতারে আগামী ২০ নভেম্বর থেকে বিশ্বকাপ ফুটবলের আসর বসছে।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।