ফ্রান্সে হলুদ জাকেটধারীদের ওপর ব্যাপক টিয়ারশেল; রাস্তা না ছাড়ার ঘোষণা
-
ফ্রান্সে হলুদ জ্যাকেটধারীদের বিক্ষোভ
ফ্রান্সের রাজধানী প্যারিসে হলুদ জ্যাকেটধারীদের বিক্ষোভ-সমাবেশের ওপর ব্যাপক টিয়ারগ্যাস ও স্টান গ্রেনেড ছুঁড়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর অত্যাচারের মুখে তারা রাজপথ ছাড়বে না। টানা ২৩ সপ্তাহ ধরে ফ্রান্সে হলুদ জ্যাকেটধারীদের আন্দোলন চলছে।
গতকালের সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা কয়েকটি ট্রাশ ক্যান ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এছাড়া, তারা পুলিশের দিকে পাথর ছুঁড়তে থাকে। প্যারিসের সরকারি কৌঁসুলির দপ্তর থেকে জানানো হয়েছে, গতকালের বিক্ষোভ থেকে ১০০’র বেশি মানুষকে আটক করা হয়।

গত বেশকিছুদিন ধরে ফ্রান্সের নিরাপত্তা বাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। গতকালের বিক্ষোভ মোকাবেলার জন্য ৬০ হাজার পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া, বিক্ষোভকারীদের চলাচল নিয়ন্ত্রণ করতে রাজধানী প্যারিসের মেট্রোরেলের বড় অংশ বন্ধ রাখা হয়েছিল।
জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে গত নভেম্বর মাস থেকে ফ্রান্সে হলুদ জ্যাকেটধারীরা আন্দোলন করে আসছে।#
পার্সটুডে/এসআইবি/২১