বোল্টনের উদ্ভট মন্তব্যের সমালোচনা করল উত্তর কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i69739-বোল্টনের_উদ্ভট_মন্তব্যের_সমালোচনা_করল_উত্তর_কোরিয়া
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সম্প্রতি উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র সম্পর্কে যে “বোকামিপূর্ণ” মন্তব্য করেছেন তার কঠোর সমালাচনা করেছে পিয়ংইয়ং। বোল্টন বলেছেন, পরমাণু অস্ত্র পরিত্যাগের বিষয়ে উত্তর কোরিয়াকে আন্তরিক প্রচেষ্টার প্রমাণ তুলে ধরতে হবে। জবাবে পিয়ইয়ং সতর্ক করে বলেছে, “এ ধরনের মন্তব্যে ভালো কোনো ফলাফল আসবে না।”
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২১, ২০১৯ ১৬:৪২ Asia/Dhaka
  • উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন-হুই
    উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন-হুই

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সম্প্রতি উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র সম্পর্কে যে “বোকামিপূর্ণ” মন্তব্য করেছেন তার কঠোর সমালাচনা করেছে পিয়ংইয়ং। বোল্টন বলেছেন, পরমাণু অস্ত্র পরিত্যাগের বিষয়ে উত্তর কোরিয়াকে আন্তরিক প্রচেষ্টার প্রমাণ তুলে ধরতে হবে। জবাবে পিয়ইয়ং সতর্ক করে বলেছে, “এ ধরনের মন্তব্যে ভালো কোনো ফলাফল আসবে না।”

গত বুধবার বোল্টন ব্লুমবার্গ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “উত্তর কোরিয়ার পক্ষ থেকে প্রথমেই সত্যিকারের একটি ইঙ্গিত দিতে হবে যে, তারা পরমাণু অস্ত্র পরিত্যাগের বিষয়ে কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে।”

জন বোল্টন

এ বক্তব্যের জবাবে উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন-হুই বলেন, “এ ধরনের বক্তব্য দিয়ে বোল্টন উঁচু মাত্রার পাগলামি করেছেন। তার বক্তব্য মোটেই গ্রহণযোগ্য নয় বরং তিনি বোকার মতো কথা বলেছেন।”  

চোয়ে সন আরো বলেন, ওয়াশিংটন এ ধরনের বক্তব্য অব্যাহত রাখলে তাতে ভালো কোনো ফলাফল আসবে না। এর আগে উত্তর কোরিয়া পরমাণু বিষয়ক আলোচনা থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে সরিয়ে দেয়ার দাবি জানিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২১