আফগান শান্তি প্রক্রিয়া সমর্থনের জন্য ইরানের প্রতি প্রেসিডেন্ট গনির কৃতজ্ঞতা
(last modified Fri, 03 May 2019 23:51:06 GMT )
মে ০৪, ২০১৯ ০৫:৫১ Asia/Dhaka
  • লয়া জিরগা\'র সমাপনি অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট আশরাফ গনি
    লয়া জিরগা\'র সমাপনি অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট আশরাফ গনি

আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার কাজে সহযোগিতা ও প্রচেষ্টা চালানোর জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি। তিনি শুক্রবার কাবুলে আফগানিস্তানের উপজাতীয় বিভিন্ন গোত্রের নেতাদের সর্বোচ্চ পরিষদ ‘লয়া জিরগা’র সমাপনি অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এ কৃতজ্ঞতা জানান প্রেসিডেন্ট গনি।

ইরান ও আফগানিস্তানের ক্রমবর্ধমান সম্পর্ক ও সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, ইরান সব সময় কাবুল সরকারের নেতৃত্বে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছে। আফগান প্রেসিডেন্ট বলেন, তার দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। কাজেই তিনি দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে বিদ্যমান সংশয়গুলো দূর করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানান।

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার আলোচনায় তালেবান কাবুল সরকারের সংশ্লিষ্টতার বিরোধিতা করছে। আশরাফ গনি সরকার তালেবানের এই নেতিবাচক মনোভাবের জন্য এই জঙ্গি গোষ্ঠীর প্রতি পাকিস্তানের সমর্থনকে দায়ী করছে। এ ছাড়া, তালেবানকে আশ্রয় এবং অর্থ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করার জন্য কাবুল বহুকাল ধরে ইসলামাবাদকে অভিযুক্ত করে এসেছে।

লয়া জিরগা'র অধিবেশন

প্রেসিডেন্ট আশরাফ গনি শুক্রবারের ভাষণে লয়া জিরগা’র অধিবেশনে গৃহিত প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়ে বলেন, তার সরকার লয়া জিরগা’র প্রস্তাবগুলোকে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য রোড ম্যাপ হিসেবে গ্রহণ ও বাস্তবায়ন করবে। তিনি তালেবানকে উদ্দেশ করে বলেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠিত হলে তালেবান বা আফগান সরকার কারো ক্ষতি হবে না বরং দু’পক্ষই একটি স্বাধীন দেশে শান্তিপূর্ণ পরিবেশে জীবনযাপন করতে পারবে না।

আফগান প্রেসিডেন্ট তালেবানের প্রতি সদিচ্ছার মনোভাব প্রদর্শনের উদ্দেশ্যে ১৭৫ তালেবান বন্দিকে মুক্তি দেয়ার কথা ঘোষণা করেন।

সমাপনি অধিবেশনে লয়া জিরগা’র সভাপতি আব্দুর রব রাসূল সাইয়াফ যুদ্ধ ও সহিংসতা বন্ধ করে শান্তি প্রক্রিয়ায় যোগ দিতে তালেবানের প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/ মো.মুজাহিদুল ইসলাম/৪

 

ট্যাগ