ব্রাজিলের কারাগারে আবার সংঘর্ষ; নিহত ৪০
https://parstoday.ir/bn/news/world-i70751-ব্রাজিলের_কারাগারে_আবার_সংঘর্ষ_নিহত_৪০
ব্রাজিলের উত্তরাঞ্চলীয় আমাজোনাস প্রদেশের একটি কারাগারে গতকাল (সোমবার) বন্দীদের সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত হয়েছে। দেশটির কারাগারগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দী রয়েছে এবং কারা ব্যবস্থাকে বিপজ্জনক বলে মনে করা হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৮, ২০১৯ ১৬:৫৩ Asia/Dhaka
  • ব্রাজিলে কারা সংঘর্ষ দমনের জন্য নিরাপত্তা রক্ষীদের প্রচেষ্টা
    ব্রাজিলে কারা সংঘর্ষ দমনের জন্য নিরাপত্তা রক্ষীদের প্রচেষ্টা

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় আমাজোনাস প্রদেশের একটি কারাগারে গতকাল (সোমবার) বন্দীদের সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত হয়েছে। দেশটির কারাগারগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দী রয়েছে এবং কারা ব্যবস্থাকে বিপজ্জনক বলে মনে করা হয়।

আমাজোনাস প্রদেশের গভর্নর এক বিবৃতিতে বলেছেন, এসব বন্দী শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এর একদিন আগে ব্রাজিলের আরেকটি কারাগারে বন্দীদের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়। ওই সংঘর্ষের জের ধরে গতকাল নতুন করে সংঘর্ষ হয়েছে।

কারা সংঘর্ষ দমনের জন্য নিরাপত্তা রক্ষীদের প্রচেষ্টা

সরকারি কর্মকর্তারা গতকালের সংঘর্ষে নিহতের সংখ্যা প্রথমে ৪২ বললেও পরে কোনো ব্যাখ্যা ছাড়াই তা ৪০-এ নামিয়ে আনে। সংঘর্ষের পর কেন্দ্রীয় সরকার কারা নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাড়তি সেনা পাঠিয়েছে। সংঘর্ষের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৮