সুদানে বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর গুলি: নিহত ১৩, আহত ২০০
(last modified Mon, 03 Jun 2019 13:54:50 GMT )
জুন ০৩, ২০১৯ ১৯:৫৪ Asia/Dhaka
  • সুদানে বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর গুলি: নিহত ১৩, আহত ২০০

সুদানের খার্তুমের সেনা সদর দপ্তরের সামনে ধর্মঘটরত বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে সুদানের সরকার বিরোধী সংগঠনগুলো জানিয়েছে। আহতের সংখ্যা অন্তত ২০০ জন।

স্থানীয় সূত্রগুলো বলছে, দেশটির সেনাবাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে।

গত ডিসেম্বরে শুরু হওয়া বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে সুদানিজ প্রফেশনালস এসোসিয়েশন বা এসপিএ। তারা বলছে, সেনা সদরদপ্তরের বাইরে বিক্ষোভরতদের ছত্রভঙ্গ করতে সামরিক বাহিনী শক্তি প্রয়োগ করছে। তারা গণহত্যা চালিয়েছে।

গত এপ্রিলে ওমর আল বশিরের কর্তত্ববাদী শাসনের অবসান হওয়ার পর থেকেই বিক্ষোভকারীরা সেনা সদর দপ্তরের বাইরে অবস্থান নিয়ে বেসামরিক শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। বিক্ষোভকারীরা বলছেন, বর্তমান সেনা সরকার ওমর আল বশিরের সরকারেরই নতুন সংস্করণ। সম্প্রতি ক্ষমতাসীন সামরিক পরিষদ ও  আন্দোলনকারীদের মধ্যে আলোচনা ভেঙে গেছে।#

 পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ