আফগানিস্তানে ঈদের জামাতে সন্ত্রাসী হামলায় নিহত ২
https://parstoday.ir/bn/news/world-i70957-আফগানিস্তানে_ঈদের_জামাতে_সন্ত্রাসী_হামলায়_নিহত_২
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে ঈদুল ফিতরের নামাজ চলাকালে সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে। হামলায় ঘটনাস্থলেই ২ জন মুসল্লি নিহত হয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৪, ২০১৯ ১৯:৩৫ Asia/Dhaka
  • বাগলানে সন্ত্রাসী হামলা
    বাগলানে সন্ত্রাসী হামলা

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে ঈদুল ফিতরের নামাজ চলাকালে সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে। হামলায় ঘটনাস্থলেই ২ জন মুসল্লি নিহত হয়েছেন।

আফগানিস্তানের শাফাকনা বার্তা সংস্থা জানিয়েছে বাগলান প্রদেশের প্রাচীন উপশহর নাহরাইনে সংঘটিত ওই সন্ত্রাসী বোমা হামলায় আরও ১৪ জন মুসল্লি আহত হয়েছেন।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠি ওই সন্ত্রাসী হামলার দায়িত্ব স্বীকার করে নি।

 পার্সটুডে/নাসির মাহমুদ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।