সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধে চাপ সৃষ্টি করছেন মার্কিন সিনেটররা
https://parstoday.ir/bn/news/world-i71093-সৌদির_কাছে_অস্ত্র_বিক্রি_বন্ধে_চাপ_সৃষ্টি_করছেন_মার্কিন_সিনেটররা
মার্কিন সিনেটররা সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর জোরালো চাপ সৃষ্টি করেছেন। কংগ্রেসকে এড়িয়ে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির পরিকল্পনা করা হচ্ছে বলে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করার পর সিনেটরদের চাপ সৃষ্টির খবর বের হলো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১০, ২০১৯ ১৫:১৮ Asia/Dhaka
  • মার্কিন অস্ত্র
    মার্কিন অস্ত্র

মার্কিন সিনেটররা সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর জোরালো চাপ সৃষ্টি করেছেন। কংগ্রেসকে এড়িয়ে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির পরিকল্পনা করা হচ্ছে বলে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করার পর সিনেটরদের চাপ সৃষ্টির খবর বের হলো।

হোয়াইট হাউজ গত মাস বলেছে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে ৮১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির জন্য বিদ্যমান আইন সংশোধন করতে জরুরি পদক্ষেপ নেয়া হচ্ছে। আইন সংশোধন করা সম্ভব হলে অস্ত্র বিক্রির পথে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে বাধা থাকবে না।

মার্কিন যুদ্ধবিমান

গতকাল মার্কিন পত্রিকা ‘দৈনিক হিল’ বলেছে, কথিত ইরানি হুমকির কথা বলে ট্রাম্প প্রশাসন সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি বৈধ করার চেষ্টা করছে। তবে সিনেটররা ২২টি প্রস্তাব তৈরি করেছেন যা ট্রাম্পের উদ্যোগকে ঠেকিয়ে দেবে।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর  সামরিক আগ্রাসন চালাচ্ছে। এ আগ্রাসনে দেশ দুটি প্রধানত মার্কিন অস্ত্র ব্যবহার করে আসছে।#

পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।