তিউনিশিয়ায় ফরাসি দূতাবাসের সামনে আত্মঘাতী হামলা; নিহত ১, বহু আহত
তিউনিশিয়ার রাজধানী তিউনিসে দুটি আত্মঘাতী বিস্ফোরণে একজন পুলিশ নিহত ও বহু আহত হয়েছে। এদের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রাজধানীতে ফরাসি দূতাবাসের সামনে দাঁড়িয়ে থাকা এক পুলিশের গাড়িকে লক্ষ্য করে প্রথম হামলা হয়। হামলায় এক পুলিশ নিহত ও কয়েক জন আহত হয়েছেন। দ্বিতীয় বিস্ফোরণ হয়েছে দেশের সন্ত্রাস দমন শাখার অফিসের সামনে। সেখানেও কয়েক জন আহত হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকালেই দু'টি বিস্ফোরণ ঘটে। এরপর গোটা রাজধানীতেই নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। এখনও কোনও জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তিউনিশিয়ায় এর আগে আত্মঘাতী বিস্ফোরণ হয়েছিল ২০১৫ সালে। প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের বাসে হামলা চালানো হয়েছিল।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।