ট্রাম্পের শূল্ক আরোপের হুমকিতে ভীত নয় চীন: মুখপাত্র
https://parstoday.ir/bn/news/world-i71560
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাড়তি শূল্ক আরোপের যে হুমকি দিয়েছেন তাকে পাত্তা দেয় নি চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এ হুমকিতে চীন মোটেই ভীত নয় এবং চীনা পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করে আমেরিকা লাভবান হবে না।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ২৮, ২০১৯ ১৫:৪৭ Asia/Dhaka
  • গেং শুয়াং
    গেং শুয়াং

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাড়তি শূল্ক আরোপের যে হুমকি দিয়েছেন তাকে পাত্তা দেয় নি চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এ হুমকিতে চীন মোটেই ভীত নয় এবং চীনা পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করে আমেরিকা লাভবান হবে না।

গেং শুয়াং বলেন, ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের কারণে দু দেশের মধ্যকার আলোচনা ব্যর্থ হবে এবং কোনো চুক্তি হবে না। ট্রাম্প সম্প্রতি বলেছেন, আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনের সময় চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি না হলে চীনের বাকি সব পণ্যের ওপর বাড়তি শূল্ক আরোপ করা হবে। এ সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে চীনা মুখপাত্র বলেন, বেইজিং সবসময় আমেরিকার সঙ্গে আলোচনা ও পরামর্শের মাধ্যমে সমস্যার সমাধান করতে চায়। একই সময়ে চীন তার বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার বিষয়েও দৃঢ়প্রতিজ্ঞ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গেং শুয়াং বলেন, “চাপ দিয়ে ও ভয় দেখিয়ে চীনের জনগণকে নতিস্বীকার করা যাবে না; তাদেরকে বিভ্রান্ত করা যাবে না। বরং আমরা আশা করি আমেরিকার বিভিন্ন গ্রুপ অব কোম্পানি ও প্রতিষ্ঠান চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ এড়ানোর যে পরামর্শ দিচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প তা আমলে নেবেন।”#

পার্সটুডে/এসআইবি/২৮ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।