তিউনিসিয়ায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্টের মৃত্যু
https://parstoday.ir/bn/news/world-i72263-তিউনিসিয়ায়_গণতান্ত্রিকভাবে_নির্বাচিত_প্রথম_প্রেসিডেন্টের_মৃত্যু
তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি সাইদ এসেবসি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। প্রেসিডেন্টের দপ্তর থেকে তার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৫, ২০১৯ ১৯:২৫ Asia/Dhaka
  • বেজি সাইদ এসেবসি
    বেজি সাইদ এসেবসি

তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি সাইদ এসেবসি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। প্রেসিডেন্টের দপ্তর থেকে তার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

তিউনিসিয়ায় ২০১৪ সালে অনুষ্ঠিত প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়লাভ করেন। বিশ্বের সবচেয়ে প্রবীণ রাষ্ট্রপ্রধানদের একজন ছিলেন তিনি। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন এসেবসি। তবে গত জুনে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে।  
২০১১ সালে গণজাগরণের মাধ্যমে তিউনিশিয়ার স্বৈরশাসক জয়নুল আবেদিন বেন আলী ক্ষমতাচ্যুত হওয়ার তিন বছর পর দেশটিতে গণতান্ত্রিকভাবে প্রথম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। 


গণজাগরণ সফল হওয়ার পর কয়েক মাস তিনি অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় নয়া সংবিধান তৈরিতে ভূমিকা রাখেন। গত এপ্রিলে এসেবসি বলেছিলেন, তরুণদের সুযোগ করে দিতে তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।#

 
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।