ইরানি পাল্টা হামলার ভয়ে হরমুজ প্রণালী এড়াচ্ছে ব্রিটিশ জাহাজ
https://parstoday.ir/bn/news/world-i72409-ইরানি_পাল্টা_হামলার_ভয়ে_হরমুজ_প্রণালী_এড়াচ্ছে_ব্রিটিশ_জাহাজ
তেল ও গ্যাস কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়াম বলেছে, হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ নেয়ার পরিকল্পনা তাদের নেই।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ৩১, ২০১৯ ১৪:০১ Asia/Dhaka
  • ব্রিটিশ তেল ট্যাংকার
    ব্রিটিশ তেল ট্যাংকার

তেল ও গ্যাস কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়াম বলেছে, হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ নেয়ার পরিকল্পনা তাদের নেই।

কোম্পানির অর্থবিষয়ক প্রধান কর্মকর্তা ব্রায়ান গিলভারি জানান, চলতি মাসের শুরুর দিকে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ব্রিটেনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালীতে তারা কোনো জাহাজ নেন নি। তারা বরং এর পরিবর্তে ভাড়া করা জাহাজে করে গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়ে তেল পরিবহন করছেন।

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ব্রিটিশ জাহাজগুলোকে নিরাপত্তা দেয়ার জন্য ব্রিটেন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এইচএমএস ডানক্যান এবং ফ্রিগেট এইচএমএস মন্টরোজ মোতায়েন করা সত্ত্বেও ব্রিটিশ পেট্রোলিয়াম তেলবাহী জাহাজ পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে।

পারস্য উপসাগরে মোতায়েন ইরানি স্পিডবোট 

গত ১৯ জুলাই ইসলামি প্রজাতন্ত্র ইরান যখন ব্রিটেনের একটি তেলবাহী ট্যাংকার আটক করে তখন ব্রিটিশ যুদ্ধজাহাজ মন্টরোজ ইরানি সেনাদের হুমকির মুখে পিছু হটে। ব্রিটিশ তেল ট্যাংকার স্টেনা ইমপেরো ইরানের একটি মাছধরা ট্রলারকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তাকে আটক করে। এর আগে ৪ জুলাই জিব্রাল্টার প্রণালী থেকে ব্রিটিশ মেরিন সেনারা ইরানেরএকটি তেলবাহী জাহাজ আটক করেছিল।#

পার্সটুডে/এসআইবি/৩১