নিউইয়র্কে জয়ের পর হিলারি বলছেন ‘বিজয় নাগালের মধ্যে’
(last modified Wed, 20 Apr 2016 13:59:31 GMT )
এপ্রিল ২০, ২০১৬ ১৯:৫৯ Asia/Dhaka
  • নিউইয়র্কে জয়ের পর হিলারি বলছেন ‘বিজয় নাগালের মধ্যে’

আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের প্রাইমারিতে বিজয়ী হওয়ার পর ডেমোক্র্যাট দলের অন্যতম প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, “বিজয় এখন তার নাগালের মধ্যে।” নিউ ইয়র্কে দলের অন্যতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের চেয়ে হিলারি অনেক বেশি প্রতিনিধি ভোট পেয়েছেন। মঙ্গলবার রাতে এ নির্বাচন হয়।

নিউ ইয়র্ক প্রাইমারির আগে ধারণা করা হচ্ছিল- হিলারিই সেখানে জিতবেন। কারণ নিউ ইয়র্ক থেকে তিনি কয়েকবার সিনেটর নির্বাচিত হয়েছেন। শেষ পর্যন্ত তিনি ‘কাঙ্ক্ষিত’ সে বিজয়ের মুখ দেখেছেন।

নিউ ইয়র্কে বিজয়ের পর হিলারির সামনে দাঁড়ানোটা এখন কষ্টকর হয়ে গেছে বার্নি স্যান্ডার্সের জন্য। ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন পেতে হলে এখন তাকে বাকি প্রতিনিধি ভোটের শতকরা ৮৫ ভাগ পেতে হবে যা প্রায় একেবারেই অসম্ভব।

অন্যদিকে, রিপাবলিকান দল থেকে প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার নির্বাচনী প্রচারণা টিমে পরিবর্তন এনেছেন। নিউ ইয়র্ক থেকে দলের প্রায় শতকরা ৯৫ ভাগ প্রতিনিধি ভোট পেয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, “যেকোনো জল্পনার চেয়ে আমরা অনেক বেশি সমর্থন নিয়ে প্রাইমারি শেষ করতে যাচ্ছি।”#

সিরাজুল ইসলাম/২০

ট্যাগ