তালেবান-মার্কিন সমঝোতার জের: প্রেসিডেন্ট গনির আমেরিকা সফর স্থগিত
(last modified Sat, 07 Sep 2019 01:20:44 GMT )
সেপ্টেম্বর ০৭, ২০১৯ ০৭:২০ Asia/Dhaka
  • আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি
    আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি

আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি তার পূর্ব নির্ধারিত আমেরিকা সফর স্থগিত ঘোষণা করেছেন। আফগান প্রেসিডেন্টের দপ্তর শুক্রবার জানিয়েছে, আজ (শনিবার) ১৩ সদস্যের শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে আশরাফ গনির ওয়াশিংটন সফরে যাওয়ার কথা ছিল কিন্তু একদিন আগে তা স্থগিত করা হয়েছে।

এ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আশরাফ গনির সাক্ষাৎ হওয়ার কথা ছিল। সফর বাতিলের কারণ সম্পর্কে আফগান প্রেসিডেন্টের দফতর কিছু জানায়নি এবং এ সফরের পরবর্তী তারিখও নির্ধারিত হয়নি।

আফগান সরকারকে উপেক্ষা করে দেশটির উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবানের সঙ্গে গত এক বছরেরও বেশি সময় ধরে সরাসরি আলোচনা চালিয়ে আসছে আমেরিকা। এ ব্যাপারে কাবুল বারবার প্রতিবাদ জানালেও ওয়াশিংটন দাবি করেছে, তালেবানই আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক নয়।

তালেবানের সঙ্গে আমেরিকার সরাসরি আলোচনার ব্যাপারে বহুবার প্রতিবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট গনি

কিন্তু মার্কিন সরকারের এ দাবিতে সন্তুষ্ট হতে পারেনি কাবুল সরকার। সম্প্রতি খবর বেরিয়েছে, তালেবান ও আমেরিকা তাদের কথিত শান্তি আলোচনায় একটি সমঝোতার কাছাকাছি পৌঁছে গেছে। আফগান সরকারকে পাশ কাটিয়ে তালেবানের সঙ্গে আমেরিকার সরাসরি আলোচনায় কি সমঝোতা হয়েছে তা নিয়ে প্রেসিডেন্ট আশরাফ গনি একাধিকবার উদ্বেগ করেছেন। #

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ