প্রতিবাদীদের হত্যার বিচারের দাবিতে খার্তুমে আবারও ব্যাপক বিক্ষোভ
(last modified Fri, 13 Sep 2019 14:14:03 GMT )
সেপ্টেম্বর ১৩, ২০১৯ ২০:১৪ Asia/Dhaka
  • প্রতিবাদীদের হত্যার বিচারের দাবিতে খার্তুমে আবারও ব্যাপক বিক্ষোভ

সুদানের রাজধানী খার্তুমে প্রতিবাদীদের হত্যার বিচারের দাবিতে আবারও সরকার-বিরোধী বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) হাজার হাজার নাগরিক প্রেসিডেন্ট ভবনের পাশে বিক্ষোভ করে।

গত ডিসেম্বর মাস থেকে নিরাপত্তা বাহিনীর হাতে সরকার বিরোধী যেসব প্রতিবাদী নিহত হয়েছে সেসব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা বিচার বিভাগের প্রধান ও পাবলিক প্রসিকিউটর পদে নতুন কাউকে নিয়োগ দেয়ার ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে। 

গত মাসে সুদানের সামরিক বাহিনী ও বেসামরিক নানা গোষ্ঠী মিলে একটি সরকার গঠনের পর এই প্রথম দেশটিতে বড় ধরনের কোনো বিক্ষোভের ঘটনা ঘটল। পুলিশ বিক্ষোভকারীদের প্রেসিডেন্ট ভবন থেকে ২০০ মিটার দূরে থাকতে বাধ্য করে এবং তাদের নিয়ন্ত্রণে রাখতে কাঁদানে গ্যাসও নিক্ষেপ করেছে।

বিক্ষোভকারীরা 'রক্তের বদলায় রক্ত চাই, অর্থ নয়'-বলে শ্লোগান দেয়। ওমর আল বশিরের পদত্যাগের দাবিতে গত ডিসেম্বরে শুরু হওয়া গণ-বিক্ষোভের সময়ও এই শ্লোগান দেয়া হয়েছিল। ওমর আল বশির গত এপ্রিল মাসে ক্ষমতাচ্যুত হন।

গত জুন মাসে সুদানের সামরিক পরিষদ পাবলিক প্রসিকিউটর আওয়ালিদ সাইয়্যেদ আহমদ মাহমুদকে পদচ্যুত করে এবং তার জায়গায় অন্য এক ব্যক্তিকে অস্থায়ীভাবে নিয়োগ দেয়। 

আহমদ মাহমুদ ৩ জুনের ঘটনায় নিরাপত্তা বাহিনীর হাতে কয়েক ডজন ব্যক্তির নিহত হওয়ার বিষয়ে তদন্ত করবেন বলে ঘোষণা দেয়ার পর পরই তাকে পাবলিক প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেয়া হয়। কর্তৃপক্ষ বলছে সেদিনের সহিংসতায় ৮৭ জন নিহত হয়েছে। কিন্তু প্রতিবাদী সংগঠনগুলো বলছে নিহতের সংখ্যা ছিল প্রায় ১৩০। #

পার্সটুডে/এমএএইচ/১৩     
 

ট্যাগ