ব্রিটিশ পার্লামেন্ট স্থগিতের ঘোষণা বেআইনি: সুপ্রিম কোর্ট
https://parstoday.ir/bn/news/world-i73945-ব্রিটিশ_পার্লামেন্ট_স্থগিতের_ঘোষণা_বেআইনি_সুপ্রিম_কোর্ট
ব্রিটিশ সুপ্রিম কোর্ট দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের পার্লামেন্ট স্থগিতের ঘোষণাকে বেআইনি বলে রায় দিয়েছে। সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট লেডি হ্যাল আজ (মঙ্গলবার) এই রায় ঘোষণা করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০১৯ ২০:০৪ Asia/Dhaka
  • ব্রিটিশ সুপ্রিম কোর্ট
    ব্রিটিশ সুপ্রিম কোর্ট

ব্রিটিশ সুপ্রিম কোর্ট দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের পার্লামেন্ট স্থগিতের ঘোষণাকে বেআইনি বলে রায় দিয়েছে। সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট লেডি হ্যাল আজ (মঙ্গলবার) এই রায় ঘোষণা করেন।

এই রায়ে বলা হয়েছে, আইনপ্রণেতারা যেখানে ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট কার্যকর করার জন্য কাজ করছেন, সেখানে পার্লামেন্ট স্থগিতের ঘোষণা ছিল বড় ভুল। এই রায়ে গণতন্ত্রের মৌলিক ধারণার ওপর চরম প্রভাব পড়েছে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।

রায়ে লেডি হ্যাল বলেন, রানিকে পার্লামেন্ট স্থগিত করার জন্য আবেদন জানানোটা বেআইনি ছিল। এই সিদ্ধান্তের কারণে কোনো সন্তোষজনক কারণ ছাড়াই পার্লামেন্টের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে পাঁচ সপ্তাহের জন্য পার্লামেন্ট স্থগিতের ঘোষণা দেন বরিস জনসন। পার্লামেন্ট স্থগিতের পক্ষে যুক্তি দেখিয়ে বরিস জনসন বলেছিলেন, সরকারের নতুন নীতিমালা ঠিক করার জন্য রানির পরবর্তী ভাষণ পর্যন্ত পার্লামেন্ট স্থগিত ঘোষণা করা হয়েছে।

আগামী ১৪ অক্টোবর ভাষণ দেওয়ার কথা আছে রানির। বিরোধীরা বলেছেন, আইনপ্রণেতারা যেন ব্রেক্সিট নিয়ে সরকারের পদক্ষেপের সমালোচনার সুযোগ না পান, সে কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন জনসন।

সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের স্পিকার জন বারকোও। তিনি অনতিবিলম্বে পার্লামেন্টের কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন।#

 পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।