ইমাম হুসাইন (আ.)'র প্রতি কোটি কোটি মানুষের ভালোবাসা (ডকুমেন্টারি)
https://parstoday.ir/bn/news/world-i74256-ইমাম_হুসাইন_(আ.)'র_প্রতি_কোটি_কোটি_মানুষের_ভালোবাসা_(ডকুমেন্টারি)
বেহেশতের যুবকদের নেতা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.)-কে ৬১ হিজরীর ১০ মহররম কারবালার মরুপ্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ০৬, ২০১৯ ১৭:০৬ Asia/Dhaka

বেহেশতের যুবকদের নেতা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.)-কে ৬১ হিজরীর ১০ মহররম কারবালার মরুপ্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়।

ইমাম হুসাইন (আ.)’র শাহাদতের চেহলাম বার্ষিকী তথা আরবাঈন উপলক্ষে ইরাকের কারবালায় প্রতিবছর ঘটে বিশ্বের বৃহত্তম মুসলিম সমাবেশ। ইমামের প্রতি কোটি কোটি মানুষের ভালোবাসা নিয়ে তৈরি করা হয়েছে এই ডকুমেন্টারি। এতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, স্পেন, তুরস্ক, লেবানন, আইভরি কোস্ট, ফ্রান্স এবং অন্যান্য অনেক দেশের ইমামপ্রেমিদের সাক্ষাৎকার।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/আশরাফুর রহমান/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।