ব্রেক্সিটের জন্য আবারো সময়সীমা বাড়ালো ইউরোপীয় ইউনিয়ন
https://parstoday.ir/bn/news/world-i74833
ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক বলেছেন, ব্রেক্সিট বিলম্ব করার জন্য ব্রিটেনকে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দিতে রাজি হয়েছে ২৭ জাতির ইউরোপীয় জোট। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ২৮, ২০১৯ ১৮:৩৫ Asia/Dhaka
  • ডোনাল্ড টুস্ক
    ডোনাল্ড টুস্ক

ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক বলেছেন, ব্রেক্সিট বিলম্ব করার জন্য ব্রিটেনকে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দিতে রাজি হয়েছে ২৭ জাতির ইউরোপীয় জোট। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

২০২০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ব্রেক্সিট প্রক্রিয়া স্থগিত রাখার জন্য এর আগে ব্রিটেন ইইউ’র কাছে আবেদন জানিয়েছিল। এ বিষয়ে ডোনাল্ড টুস্ক বলেন, ব্রিটেনকে অনেকটা ‘ফ্লেক্সিবল এক্সটেনশন’র সুবিধা দেয়া হয়েছে যার অর্থ হবে যে, লন্ডন যদি ইচ্ছা করে তাহলে ৩১ জানুয়ারির আগেও তারা ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।

ব্রিিটশ প্রধানমন্ত্রী বরিস জনসন

ইউরোপীয় ইউনিয়নের এ প্রস্তাব লন্ডন অনুমোদন করলে এরপর থেকে ২৪ ঘণ্টার কাউন্টডাউন শুরু হবে। এ সময়ের মধ্যে ২৭ জাতির জোটের যেকোনো সদস্য তাদের আপত্তি জানাতে পারবে। এরমধ্যে যদি কেউ আপত্তি না জানায় তাহলে এটিই হবে ইইউ’র চূড়ান্ত সিদ্ধান্ত।

তবে ইউরোপীয় ইউনিয়নের একজন কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এ সময় সম্ভবত বুধবার পর্যন্ত লাগতে পারে। এর একদিন আগে ব্রিটেন চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে তারা ৩১ শে অক্টোবরের ভেতরে ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন করবে কি না। আগের সিদ্ধান্ত অনুযায়ী, ব্রিটেনের জন্য ৩১ অক্টোবর ছিল ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন করার চূড়ান্ত সময়সীমা।#

পার্সটুডে/এসআইবি/২৮