বুরকিনা ফাসোতে কানাডীয় কোম্পানির গাড়িবহরে হামলায় নিহত ৩৭
https://parstoday.ir/bn/news/world-i75067-বুরকিনা_ফাসোতে_কানাডীয়_কোম্পানির_গাড়িবহরে_হামলায়_নিহত_৩৭
বুরকিনা ফাসোতে কানাডীয় কোম্পানির একটি সোনার খনির গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় ৩৭ বেসামরিক নিহত ও অন্তত ৬০ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বেশি বলে কোনো কোনো সূত্র দাবি করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৭, ২০১৯ ১৮:৪০ Asia/Dhaka
  • বুরকিা ফাসোতে সহিংসতা (ফাইল ফটো)
    বুরকিা ফাসোতে সহিংসতা (ফাইল ফটো)

বুরকিনা ফাসোতে কানাডীয় কোম্পানির একটি সোনার খনির গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় ৩৭ বেসামরিক নিহত ও অন্তত ৬০ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বেশি বলে কোনো কোনো সূত্র দাবি করেছে।

কানাডার সেমাফো কোম্পানি জানিয়েছে, বুরকিনা ফাসানোর পূর্বাঞ্চলের অ্যাস্টে এলাকার বোউনগৌ খনিতে সামরিক পাহারায় পাঁচটি বাসে করে কর্মীদের নেওয়ার সময় পথে হামলাটি হয়।

বোউনগৌ খনি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে হামলার ঘটনাটি ঘটেছে এবং এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে তারা। পরে অ্যাস্টের গভর্নর দপ্তর ঘটনার বিস্তারিত জানিয়ে বলে, “অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা সেমাফোর কর্মীদের বহনকারী একটি গাড়িবহরের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়েছে।

এই হামলায় বুরকিনা ফাসোর নিরাপত্তা বাহিনীর বহু সদস্যও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা সূত্রগুলোর ভাষ্যমতে, বহু সংখ্যক লোক এখনও নিখোঁজ রয়েছে।

অস্ত্রধারীরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে গুলি চালাতে থাকে বলে কোনো কোনো সূত্র জানিয়েছে।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।