বাবরি মসজিদ মোদি সরকারের গোঁড়া মতবাদের বহিঃপ্রকাশ: পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i75117
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, ভারতের সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ সম্পর্কিত যে রায় দিয়েছে দৃশ্যত তাতে নরেন্দ্র মোদি সরকারের গোঁড়ামি মতবাদই প্রতিফলিত হয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ০৯, ২০১৯ ১৮:২৪ Asia/Dhaka
  • শাহ মেহমুদ কোরেশি
    শাহ মেহমুদ কোরেশি

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, ভারতের সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ সম্পর্কিত যে রায় দিয়েছে দৃশ্যত তাতে নরেন্দ্র মোদি সরকারের গোঁড়ামি মতবাদই প্রতিফলিত হয়েছে।

কার্তারপুর করিডর উদ্বোধনের দিন আজ (শনিবার) ভারতের সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে। তারপরই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করলেন। তিনি বলেন, আগে থেকেই ভারতের মুসলমানরা ব্যাপক চাপের মধ্যে রয়েছে এবং ভারতীয় সুপ্রিম কোর্টের আজকের এই রায় দেশটির মুসলমানদেরকে আরো চাপের মধ্যে ফেলে দিল।

বাবরী মসজিদ

ভারতের সুপ্রিম কোর্ট বহুল আলোচিত অযোধ্যার বাবরী মসজিদ মামলার রায় আজ ঘোষণা করেছে। রায়ে বিতর্কিত জমিতে মন্দির নির্মাণে তিন মাসের মধ্যে ট্রাস্ট গঠন করতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যা শহরের 'উপযুক্ত স্থানে' পাঁচ একর জমি দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। আজ দুপুরে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এ রায় দেয়।#

পার্সটুডে/এসআইবি/৯