বন্দী বিনিময় করবে আফগান সরকার ও তালেবান
https://parstoday.ir/bn/news/world-i75206-বন্দী_বিনিময়_করবে_আফগান_সরকার_ও_তালেবান
আফগান সরকার ও তালেবান গেরিলারা একটি চুক্তিতে পৌঁছেছে যার আওতায় দুই পক্ষের হাতে থাকা বন্দী বিনিময় করা হবে। এর মাধ্যমে দুপক্ষের মধ্যে সরাসরি আলোচনার পথ খুলে যাবে বলে আশা করা হচ্ছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
নভেম্বর ১২, ২০১৯ ১৯:০০ Asia/Dhaka
  • তালেবান গেরিলা
    তালেবান গেরিলা

আফগান সরকার ও তালেবান গেরিলারা একটি চুক্তিতে পৌঁছেছে যার আওতায় দুই পক্ষের হাতে থাকা বন্দী বিনিময় করা হবে। এর মাধ্যমে দুপক্ষের মধ্যে সরাসরি আলোচনার পথ খুলে যাবে বলে আশা করা হচ্ছে।

তালেবানের সঙ্গে করা চুক্তির আওতায় আফগান সরকার তালেবানের নেতা আনাস হাক্কানি ও অন্য দুই শীর্ষ পর্যায়ের কমান্ডারকে তালেবানের কাছে হস্তান্তর করবে। বিনিময়ে আমেরিকা ও অস্ট্রেলিয়ার দুজন অধ্যাপককে মুক্তি দেবে তালেবান।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি (ফাইল ফটো)

তালেবানের সঙ্গে সরাসরি আলোচনায় বসার পথ তৈরির জন্য আফগান সরকার তালেবান বন্দীদেরকে বিনিময় করার সিদ্ধান্ত নিয়েছে। তালেবান বন্দীদের বিনিময়ে দুই বিশ্ববিদ্যালয় অধ্যাপক মুক্তি পাবেন। আজ (মঙ্গলবার) আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি টেলিভিশনে দেয়া ভাষণে একথা বলেন।

২০১৬ সালে আফগানিস্তানের রাজধানী কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে আমেরিকা ও অস্ট্রেলিয়ার দুই অধ্যাপককে অপহরণ করে তালেবান। সম্প্রতি মার্কিন সরকার ও তালেবানের মধ্যে চলে আসা আলোচনা ভেঙে পড়ার পর আফগান সরকার ও তালেবানের মধ্যে বন্দি বিনিময় চুক্তি হলো।#

পার্সটুডে/এসআইবি/১২