বলিভিয়ায় মোরালেসের ৫ সমর্থককে হত্যা করেছে পুলিশ
https://parstoday.ir/bn/news/world-i75299-বলিভিয়ায়_মোরালেসের_৫_সমর্থককে_হত্যা_করেছে_পুলিশ
বলিভিয়ায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং সদ্য পদত্যাগকারী প্রেসিডেন্ট ইভো মোরালেসের অন্তত পাঁচজন সমর্থক বিক্ষোভকারীকে হত্যা করেছে পুলিশ। তবে সরকারের পক্ষ থেকে কোনো মৃত্যুর কথা স্বীকার করা হয় নি যদিও তারা ১০০ ব্যক্তিকে আটকের কথা জানিয়েছে। গণমাধ্যমের খবরেআটজন আহত হওয়ার কথা  বলা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৬, ২০১৯ ১৯:০১ Asia/Dhaka
  • বলিভিয়ায় পুলিশের গুলিতে নিহতদের স্মরণে মোমবাতি জ্বালানো হয়
    বলিভিয়ায় পুলিশের গুলিতে নিহতদের স্মরণে মোমবাতি জ্বালানো হয়

বলিভিয়ায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং সদ্য পদত্যাগকারী প্রেসিডেন্ট ইভো মোরালেসের অন্তত পাঁচজন সমর্থক বিক্ষোভকারীকে হত্যা করেছে পুলিশ। তবে সরকারের পক্ষ থেকে কোনো মৃত্যুর কথা স্বীকার করা হয় নি যদিও তারা ১০০ ব্যক্তিকে আটকের কথা জানিয়েছে। গণমাধ্যমের খবরেআটজন আহত হওয়ার কথা  বলা হয়েছে।

কোচাবাম্বা শহরের উপকণ্ঠে কোকো চাষীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। এসব কোকা চাষী শহররে কেন্দ্রস্থলে একটি বিক্ষোভ মিছিলে যোগ দেয়ার জন্য যাচ্ছিলেন কিন্তু তাদেরকে পুলিশ আটকে দেয়।

এছাড়া রাজধানী লা পাজেও মোরালেস সমর্থক বিক্ষোভকারীদের উপর হামলা চালিয়েছে পুলিশ এবং সেখানে ব্যাপকভাবে টিয়ার গ্যাস ছোঁড়া হয়েছে। এসময় বিক্ষোভকারীরা বলিভিয়ার স্বঘোষিত নেতা জেনিন আনেজের বিরুদ্ধে ব্যাপকভাবে স্লোগান দেয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশের স্কুল কলেজ বন্ধ রয়েছে এবং জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটছে।

বিক্ষোভকারীদের ওপর বাপাকভাবে টিয়ারগ্যাস ছোঁড়ে নিরাপত্তা বাহিনী

সম্প্রতি মার্কিন উসকানিতে সংঘটিত সামরিক ক্যু’র পরিপ্রেক্ষিতে মোরালেস ক্ষমতা থেকে সরে দাঁড়ান এবং বর্তমানে তিনি মেক্সিকোতে অবস্থান করছেন। পদত্যাগের আগে মোরালেসের উপর সামরিক বাহিনী এবং বিরোধী রাজনৈতিক শক্তি ব্যাপকভাবে চাপ সৃষ্টি করে। গত মঙ্গলবার মোরালেস পদত্যাগের পর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন আনেজ কিন্তু তার আগে তিনি সিনেটের ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং দেশব্যাপী তেমন পরিচিত ব্যক্তি ছিলেন না। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ইভো মোরালেসকে দেশে ফিরতে কিংবা নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না বলে জেনিন আনেজ ঘোষণা দিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/১৬