আরবাইনের জিয়ারতকারীদের কষ্ট লাঘবে অর্ধলক্ষ চারা পাঠালেন পাক শিল্পপতি
https://parstoday.ir/bn/news/world-i75573-আরবাইনের_জিয়ারতকারীদের_কষ্ট_লাঘবে_অর্ধলক্ষ_চারা_পাঠালেন_পাক_শিল্পপতি
পাকিস্তানের সাবেক শিল্পপতি মোহাম্মদ দরবার বন্দর নগরী করাচি থেকে ৫০ হাজার ছায়াতরু ইরাকে পাঠাবেন। এরই মধ্যে প্রথম চালানে প্রায় ১০ হাজার ছায়াতরুর চারা পাঠানো হয়েছে। এ সব গাছ ইরাকের পবিত্র নগরী নাজাফ থেকে কারবালা পর্যন্ত বিস্তৃত ৮০ কিলোমিটার পথের দু'পাশে লাগান হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ৩০, ২০১৯ ১৪:৫৫ Asia/Dhaka
  • ইরাকে পাঠানোর জন্য গাড়িতে তোলা হচ্ছে ছায়াতরুর চারা
    ইরাকে পাঠানোর জন্য গাড়িতে তোলা হচ্ছে ছায়াতরুর চারা

পাকিস্তানের সাবেক শিল্পপতি মোহাম্মদ দরবার বন্দর নগরী করাচি থেকে ৫০ হাজার ছায়াতরু ইরাকে পাঠাবেন। এরই মধ্যে প্রথম চালানে প্রায় ১০ হাজার ছায়াতরুর চারা পাঠানো হয়েছে। এ সব গাছ ইরাকের পবিত্র নগরী নাজাফ থেকে কারবালা পর্যন্ত বিস্তৃত ৮০ কিলোমিটার পথের দু'পাশে লাগান হবে।

আরবাইনের লাখো জিয়ারতকারীর ক্ষুদ্র একাংশ

গত বছর আরবাইনের জিয়ারত শেষে তার স্বজনরা রোদে পোড়া হয়ে করাচি ফিরে আসার পর আহলে বাইয়াত ভক্ত দরবারের মনে ছায়াতরু পাঠানোর কথা আসে।

আরবাইন বা ১০ মহররম বা আশুরার ৪০ দিন পূর্তিকে কেন্দ্র করে নাজাফ থেকে কারবালায় পায়ে হেঁটে যান লাখ লাখ জিয়ারতকারী। গত বছর এ জিয়ারতকারীদের মধ্যে ছিলেন দরবারের ছেলের বউ এবং নাতি। এ রাস্তার দু’পাশে বেশির ভাগ এলাকা ধু ধু করছে এবং কোনও গাছপালা প্রায় নেই। জিয়ারত শেষে তারা অন্যান্যদের মতই রোদে পোড়া হয়ে ফিরে আসেন।

ইরাকে পাঠানের অপেক্ষায় রয়েছে ছায়াতরুর চারা

এতে জিয়ারতকারীদের কষ্ট দূর করার জন্য রাস্তা দু’পাশে ছায়া-তরু বোনার কথা ভাবতে  থাকেন দরবার। তিনি ইরাক সফর করেন এবং গাছ লাগানর জন্য সেখান কর্মকর্তাদের অনুমতিও আদায় করেন। চারা গাছ কেবল লাগাবেন না বরং এবং এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় যত্ন-আত্তিও করবেন বলে তাদের নিশ্চিত করেন তিনি।

পরীক্ষামুলক ভাবে নাজাফে কিছু চারা বোনেন তিনি। তার এ পরীক্ষা ভালো ভাবে উৎরে যায়।  তিনি বলেন, নাজাফে লাগান চারাগুলো সুখে-শান্তিতে বেড়ে উঠছে।

গাড়িতে তোলার জন্য নিয়ে যাওয়া হচ্ছে চারা

করাচি থেকে এবারে প্রথম চালানে আট প্রজাতির ৯৮০০ চারা পাঠানো হয়। এ সব চারার কোনো কোনোটির বয়স আটমাস। ইরাকে বিরাজমান পরিস্থিতির কারণে প্রথম চালান পাঠাতে প্রায় একমাস দেরি হয়েছে।  এ সব চারা ইরান হয়ে ইরাকে যাবে। গোটা শীতকাল এগুলো থাকবে বাগদাদের একটি

ইরাকে পাঠানোর জন্য গাড়িতে তোলা হচ্ছে ছায়া-তরুর চারা

নার্সারিতে। আগামী মার্চ থেকে শুরু হবে এ গুলো বোনার কাজ। প্রায় ১২ জনের একটি কর্মীদলকে এ সব চারার সঙ্গে ইরাকে পাঠান হয়েছে।

ছায়াহীন পথে নাজাফ থেকে কারবালায় পায়ে হেঁটে চলেছেন জিয়ারতকারীরা

তিন বছরের মধ্যে চারা বোনার কাজ শেষ হওয়ার আশা ব্যক্ত করেন দরবার। এ খাতে তার ব্যয় হবে আড়াইশ' কোটি রুপী বা প্রায় সাড়ে ১৬ হাজার মার্কিন ডলার।

জিয়ারতকারী ক্লান্ত শিশুরা চড়েছে ঠেলা গাড়িতে

ছায়াঘেরা পথে জিয়ারতকারীদের গমনাগমনের সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য শেষপর্যন্ত ৮৫ বছর বয়সী তার হবে কিনা সে বিষয়ে নিশ্চিত নন দরবার। তবে আল্লাহ তাকে এ বয়সেও সঠিক কাজ করার তৌফিক এনায়েত করেছেন সে জন্য তার দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করেন তিনি। তিনি বলেন, প্রকৃতির সঙ্গে মিলে মিশে কাজ করতে পারছি এর চেয়ে ভালো আর কি হতে পারে!#

মোহাম্মদ দরবার

পার্সটুডে/মূসা রেজা/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।