নরওয়েতে কুরআন অবমাননার বিরুদ্ধে পাকিস্তানের সংসদে ইশতেহার পাস
(last modified Thu, 05 Dec 2019 12:58:06 GMT )
ডিসেম্বর ০৫, ২০১৯ ১৮:৫৮ Asia/Dhaka
  • পাকিস্তানের সংসদ
    পাকিস্তানের সংসদ

নরওয়েতে পবিত্র কুরআন অবমাননার নিন্দা জানিয়ে একটি ইশতেহার অনুমোদন করেছে পাকিস্তানের জাতীয় সংসদ। পাকিস্তানের সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী খান আজ (বৃহস্পতিবার) ইশতেহারটি পড়ে শোনানোর পর বলেন, ধর্মীয় পবিত্রতার অবমাননা সন্ত্রাসী কর্মকাণ্ডের মতোই বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করে এবং মুসলমানদের অনুভূতিতে আঘাত হানে।

কুরআন অবমাননার মতো তৎপরতা সহিংসতা ও উগ্রপন্থা উসকে দিতে পারে বলে ইশতেহারে উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের ইশতেহারে আরও বলা হয়েছে, বাক স্বাধীনতার কথা বলে দেড়শ' কোটি মুসলমানের বিশ্বাস ও পবিত্রতার অবমাননা করা গ্রহণযোগ্য নয়। এ ধরনের অন্যায় তৎপরতা বন্ধে পদক্ষেপ নিতেও নরওয়ের সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নরওয়ের রাষ্ট্রদূতকে ডেকে এনে কুরআন অবমাননার প্রতিবাদ জানিয়েছে।

সম্প্রতি নরওয়ের ইসলাম বিদ্বেষী সংগঠন স্টপ ইসলামাইজেশন অফ নরওয়ে বা এসআইএএন পবিত্র কুরআনে আগুন দিয়েছে। বিশ্বের মুসলমানরা চরম ধৃষ্টতাপূর্ণ এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।