‘হত্যাকাণ্ড ধামাচাপা দিতে নিহতদের গণকবর দিয়েছে নাইজেরিয় বাহিনী’
(last modified Sat, 23 Apr 2016 13:05:25 GMT )
এপ্রিল ২৩, ২০১৬ ১৯:০৫ Asia/Dhaka
  • ‘হত্যাকাণ্ড ধামাচাপা দিতে নিহতদের গণকবর দিয়েছে নাইজেরিয় বাহিনী’

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি বলেছে, নাইজেরিয়ার সেনাবাহিনী গত ডিসেম্বরে দেশটির শিয়া নেতার শত শত সমর্থককে নির্বিচারে হত্যা করেছে । এ বর্বরোচিত ঘটনা ধামাচাপা দেয়ার জন্য নিহতদের লাশ গণ কবর দেয়া হয়েছে বলে উল্লেখ করেছে অ্যামনেস্টি।

অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, কান্দুয়া প্রদেশের জারিয়া নগরীতে দেশটির শিয়া নেতা শেখ ইব্রাহিম জাকজাকির সাড়ে তিনশ’র বেশি সমর্থককে নাইজেরিয়ার সেনাবাহিনী হত্যা করেছে। হত্যাকাণ্ডের আলামত মুছে ফেলার চেষ্টার অংশ হিসেবে হতভাগ্য ব্যক্তিদের লাশ গণকবর দেয়া হয়েছে বলে এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গত ১২ ডিসেম্বরে জারিয়া’র একটি কেন্দ্র ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিয়া মুসলমানদের ওপর হামরা করে নাইজেরিয়ার সেনারা। মিথ্যা অজুহাতে এ হামলা চালানো হয়েছিল।

এ ঘটনার একদিন পরই নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্ট অব নাইজেরিয়ার নেতা জাকজাকির বাসভবনে হামলা করে দেশটির নিরাপত্তা বাহিনী এবং তাকে গ্রেফতার করে। জাকজাকিকে রক্ষার চেষ্টা যারা করেছিল এ সময়ে তাদেরকে হত্যা করা হয়েছে।

উভয় ঘটনায় জাকজাকির তিন সন্তানসহ এক হাজারের বেশি নিরীহ মানুষ নিহত হয়েছে।#

মূসা রেজা/২৩

ট্যাগ