ট্রাম্পের আচরণ সুস্পষ্টভাবে অভিশংসনযোগ্য: নাডলার
https://parstoday.ir/bn/news/world-i75832-ট্রাম্পের_আচরণ_সুস্পষ্টভাবে_অভিশংসনযোগ্য_নাডলার
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বিচার বিভাগ সংক্রান্ত কমিটির প্রধান জেরোল্ড নাডলার বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণ সুস্পষ্টভাবে অভিশংসনযোগ্য। একই সঙ্গে তিনি ট্রাম্পকে আমেরিকার নির্বাচন এবং সরকার ব্যবস্থার জন্য হুমকি বলে মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১০, ২০১৯ ১৭:২৭ Asia/Dhaka
  • প্রতিনিধি পরিষদের বিচার বিভাগ সংক্রান্ত কমিটিতে ট্রাম্পের ইমপিচমেন্টের বিষয়ে শুনানি
    প্রতিনিধি পরিষদের বিচার বিভাগ সংক্রান্ত কমিটিতে ট্রাম্পের ইমপিচমেন্টের বিষয়ে শুনানি

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বিচার বিভাগ সংক্রান্ত কমিটির প্রধান জেরোল্ড নাডলার বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণ সুস্পষ্টভাবে অভিশংসনযোগ্য। একই সঙ্গে তিনি ট্রাম্পকে আমেরিকার নির্বাচন এবং সরকার ব্যবস্থার জন্য হুমকি বলে মন্তব্য করেন।

গতকাল (সোমবার) মার্কিন প্রতিনিধি পরিষদের একটি প্যানেলে ট্রাম্পের ইমপিচমেন্টের ব্যাপারে শুনানি শেষে এসব কথা বলে তিনি। নাডলার বলেন, ট্রাম্পের আচরণ অভিশংসনযোগ্য এবং কমিটি প্রয়োজন অনুসারেই ব্যবস্থা নেবে।

জেরোল্ড নাডলার ট্রাম্পকে তার শপথ ভঙ্গ করার জন্যও অভিযুক্ত করেন। তিনি বলেন, ট্রাম্প নিজেকে জনগণের মুখোমুখি করেছেন। একই সঙ্গে তিনি জনগণের প্রতি তার মৌলিক দায়িত্বগুলো লংঘন করেছেন।

এদিকে, প্রতিনিধি পরিষদের গোয়েন্দা বিষয়ক কমিটির প্রধান ডেমোক্র্যাট দলের আইনপ্রণেতা ড্যানিয়েল গোল্ডম্যান বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছেন। গোল্ডম্যান বলেন, ব্যক্তিগত রাজনৈতিক সুবিধা নেয়ার জন্য ট্রাম্প রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করেছেন। এছাড়া, ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে প্রেসিডেন্ট নিজে নজিরবিহীনভাবে বাধা সৃষ্টির চেষ্টা করেছেন বলেও তিনি অভিযোগ করেন। তদন্তের ক্ষেত্রে যে সমস্ত তথ্য চেয়ে অনুরোধ করা হয়েছিল ট্রাম্প প্রশাসন তাতে সাড়া দেয় নি বলেও তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/এসআইবি/১০