মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের বাজার হারিয়েছে মালয়েশিয়া: মাহাথির মোহাম্মাদ
(last modified Sat, 14 Dec 2019 10:34:47 GMT )
ডিসেম্বর ১৪, ২০১৯ ১৬:৩৪ Asia/Dhaka
  • মাহাথির
    মাহাথির

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ বলেছেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে জাতিসংঘ ঘোষণা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কারণে মালয়েশিয়াকে একটি 'বড় বাজার' হারাতে হয়েছে বলে তিনি মন্তব্য করেন। আজ (শনিবার) কাতারের দোহা ফোরামে দেওয়া ভাষণে এসব কথা বলেন মাহাথির।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা পুনর্বহালের বিরোধী। এ ধরণের নিষেধাজ্ঞা জাতিসংঘ ঘোষণা ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। যেকোনো নিষেধাজ্ঞা হতে হবে জাতিসংঘ ঘোষণা ও আন্তজার্তিক আইনের আওতায়।

এ সময় তিনি মালয়েশিয়ায় অনুষ্ঠেয় একটি সম্মেলনে অংশ নিতে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিকে আমন্ত্রণ জানান। আগামী ১৯ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে। মার্কিন নিষেধাজ্ঞার পরও ইরানের সঙ্গে ভালো কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছে মালয়েশিয়া।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গেছে। এরপর থেকে ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে এবং বিশ্বের অন্য দেশগুলোকেও নিষেধাজ্ঞা মেনে চলতে বাধ্য করছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৪  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।