অভ্যন্তরীণ ব্যাপারে বৈদেশিক শক্তির হস্তক্ষেপ সহ্য করবে না চীন
https://parstoday.ir/bn/news/world-i76083-অভ্যন্তরীণ_ব্যাপারে_বৈদেশিক_শক্তির_হস্তক্ষেপ_সহ্য_করবে_না_চীন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার দেশের অভ্যন্তরীণ ব্যাপারে বাইরের শক্তির হস্তক্ষেপের বিরুদ্ধে আবারো হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। চীনা ভূখণ্ডে যুক্ত হওয়া ম্যাকাও দ্বীপের সরকারের শপথ অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২০, ২০১৯ ২০:২৯ Asia/Dhaka
  • অভ্যন্তরীণ ব্যাপারে বৈদেশিক শক্তির হস্তক্ষেপ সহ্য করবে না চীন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার দেশের অভ্যন্তরীণ ব্যাপারে বাইরের শক্তির হস্তক্ষেপের বিরুদ্ধে আবারো হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। চীনা ভূখণ্ডে যুক্ত হওয়া ম্যাকাও দ্বীপের সরকারের শপথ অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

চীনের কাছে ম্যাকাও দ্বীপ হস্তান্তরের ২০তম বার্ষিকীতে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শি জিনপিং বলেন, বন্দরনগরী হংকংয়ে বিদেশী কোনো শক্তির হস্তক্ষেপ তার সরকার বরদাশত করবে না।

ম্যাকাও দ্বীপটি সাবেক পর্তুগীজ উপনিবেশ থেকে স্বাধীন হয়েছে এবং এটি এক দেশে দুই ব্যবস্থার অধীনে শাসিত হচ্ছে। একই ব্যবস্থা বন্দরনগরী হংকংয়ের জন্য প্রযোজ্য রেখেছে চীন সরকার। এ ব্যবস্থার আওতায় উচ্চ পর্যায়ের স্বায়ত্ত্বশাসন ভোগ করছে ম্যাকাও এবং হংকং। ৫০ বছর ধরে এ ব্যবস্থা চালু থাকবে। বর্তমানে ম্যাকাও এবং হংকং এর প্রতিরক্ষা এবং পররাষ্ট্র নীতি নিয়ন্ত্রণ করে মূল ভূখন্ড চীন।

আজকের অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ম্যাকাও দ্বীপের ঐতিহ্য এবং সেখানকার জনগণের মূল্যবোধ অবশ্যই সংরক্ষণ করা হবে। তিনি বলেন যেহেতু ম্যাকাও এবং হংকং তাদের মাতৃভূমিতে ফিরে এসেছে সে কারণে এ দুই অঞ্চলের সমস্ত ঘটনাবলী চীনের অভ্যন্তরীণ বিষয়; এখানে বিদেশী শক্তির কোনো কাজ নেই।#

পার্সটুডে/এসআইবি/২০