তুর্কি পার্লামেন্টে লিবিয়ায় সেনা পাঠানোর অনুমোদন; আরব লীগের নিন্দা
https://parstoday.ir/bn/news/world-i76393-তুর্কি_পার্লামেন্টে_লিবিয়ায়_সেনা_পাঠানোর_অনুমোদন_আরব_লীগের_নিন্দা
লিবিয়ায় সামরিক হস্তক্ষেপের বিষয়টি অনুমোদন করে তুরস্কের পার্লামেন্টে যে বিল পাস হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে আরব লীগ। ওই লীগ বলেছে, তুরস্ক লিবিয়ায় সেনা পাঠালে দেশটির পরিস্থিতি আরো জটিল হবে। আরব লীগ এক বিবৃতিতে বলেছে, সামরিক হস্তক্ষেপ করে নয় বরং ‘সুখাইরাত’ চুক্তির ভিত্তিতে লিবিয়ার চলমান সংকটের সমাধান করা সম্ভব।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ০৩, ২০২০ ০৭:২১ Asia/Dhaka
  • আরব লীগের বৈঠক (ফাইল ছবি)
    আরব লীগের বৈঠক (ফাইল ছবি)

লিবিয়ায় সামরিক হস্তক্ষেপের বিষয়টি অনুমোদন করে তুরস্কের পার্লামেন্টে যে বিল পাস হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে আরব লীগ। ওই লীগ বলেছে, তুরস্ক লিবিয়ায় সেনা পাঠালে দেশটির পরিস্থিতি আরো জটিল হবে। আরব লীগ এক বিবৃতিতে বলেছে, সামরিক হস্তক্ষেপ করে নয় বরং ‘সুখাইরাত’ চুক্তির ভিত্তিতে লিবিয়ার চলমান সংকটের সমাধান করা সম্ভব।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে তুরস্কের পার্লামেন্টে পাস হওয়া বিলের তীব্র নিন্দা জানিয়েছে। বিলটি পাস করে তুরস্কের পার্লামেন্ট আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলেও মিশর মন্তব্য করেছে।এ ছাড়া, আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাবরি বুকাদুম লিবিয়ায় তুর্কি সেনা পাঠানোর বিরোধিতা করে বলেছেন, তার কাছে লিবিয়ার নিয়ন্ত্রণ থাকলে তিনি কখনোই বিদেশি সেনা গ্রহণ করতেন না।

ত্রিপোলি সরকারের সমর্থনে সেনা পাঠাতে চায় তুরস্ক

তুরস্কের পার্লামেন্ট গতকাল (বৃহস্পতিবার) বিকেলে এক আইন অনুমোদন করে বলেছে, লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রিপোলি সরকারকে সমর্থন দিতে দেশটিতে সেনা পাঠানো হবে।

লিবিয়ার রাজধানী ত্রিপোলির ক্ষমতা নিয়ন্ত্রণ করছেন জাতিসংঘ স্বীকৃত প্রেসিডেন্ট ফায়েজ শিরাজ। অন্যতিকে বিদ্রোহী জেনারেল খলিফা হাফতার পূর্বাঞ্চলীয় বেনগাজি শহরে ঘাঁটি গেড়ে গত কয়েক মাস ধরে ত্রিপোলি সরকারকে ক্ষমতাচ্যু করার চেষ্টা করছেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান লিবিয়ার ত্রিপোলি-ভিত্তিক সরকারকে জেনারেল হাফতারের হামলা থেকে রক্ষা করতে দেশটির সেনা পাঠাতে চান।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।