সোলাইমানিকে হত্যার মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া
(last modified Sat, 04 Jan 2020 11:40:06 GMT )
জানুয়ারি ০৪, ২০২০ ১৭:৪০ Asia/Dhaka
  • ল্যাভরভ
    ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় গোটা অঞ্চলে উত্তেজনার নয়া অধ্যায় শুরু হবে। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র সঙ্গে ফোনালাপে এ কথা বলেছেন।

ল্যাভরভ আরও বলেছেন, তৃতীয় একটি দেশে ইরানের শীর্ষস্থানীয় সামরিক কমান্ডারকে পরিকল্পিতভাবে হত্যার মাধ্যমে আমেরিকা সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এটা নিন্দনীয়।

এ সময় তিনি সমস্যা সমাধানে অবৈধ সামরিক পন্থার অবলম্বনের পরিবর্তে আলোচনার পথ অনুসরণের আহ্বান জানান।

জেনারেল সোলাইমানি

শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করেছে সন্ত্রাসী ও দখলদার মার্কিন সেনারা।

ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ-প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ মোট ১০ জন শহীদ হন।   

ইরান বলেছে, উপযুক্ত সময় ও স্থানে মার্কিন হামলার চরম প্রতিশোধ নেয়া হবে।#                       

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ