ইয়েমেন যুদ্ধে সুদানের ভূমিকা পুনর্মূল্যায়ন করা হবে: সুদানি তথ্যমন্ত্রী
(last modified Mon, 10 Feb 2020 11:42:54 GMT )
ফেব্রুয়ারি ১০, ২০২০ ১৭:৪২ Asia/Dhaka
  • সুদানের সেনা
    সুদানের সেনা

সুদানের তথ্যমন্ত্রী ফয়সাল মুহাম্মাদ সালিহ বলেছেন, ইয়েমেন যুদ্ধে তার দেশের ভূমিকা পুনর্মূল্যায়ন করা হবে। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় গতকাল (রোববার) আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে তিনি একথা বলেছেন। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের বিরুদ্ধে গত প্রায় ছয় বছর ধরে সৌদি আরবের পাশাপাশি সুদান যুদ্ধ করছে এবং সৌদি জোটের বর্বর আগ্রাসনে ইয়েমেন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।  

সুদানের তথ্যমন্ত্রী বলেন, “ইয়েমেন যুদ্ধের পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে, এমনকি সৌদি নেতৃত্বাধীন জোটের গুরুত্বপূর্ণ দেশগুলো বিষয়টি নিয়ে ভাবছে। এসব দেশ মনে করছে সামরিক উপায়ে ইয়েমেন সঙ্কটের সমাধান করা যাবে না বরং বিষয়টি আরো জটিল আকার ধারণ করবে।”

আফ্রিকান ইউনিয়নের সম্মেলন

ফয়সাল সালিহ বলেন, তবে এখনই ইয়েমেন যুদ্ধ থেকে সেনা প্রত্যাহার করে আনা সম্ভব হবে না বরং ধীরে ধীরে সেনা সংখ্যা কমিয়ে আনা হবে। সুদানের তথ্যমন্ত্রী বলেন, ইয়েমেন যুদ্ধ থেকে সেনা কমিয়ে আনার ব্যাপারে যে প্রচেষ্টা চলছে তাতে আশা করা যায় শিগগিরই অনেক সেনা কমানো সম্ভব হবে।

গত বছর সুদানের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদু জানিয়েছিলেন, ইয়েমেন যুদ্ধে সুদানের ১৫ হাজার সেনা অংশ নিয়েছিল কিন্তু এখন সে সংখ্যা কমিয়ে পাঁচ হাজারে নামিয়ে আনা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১০

ট্যাগ