করোনাভাইরাস: ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়াতে জরুরি অবস্থা
-
আমেরিকায় করোোভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির চিকিৎসা সেবা চলছে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ১১ জন মারা যাওয়ার পর আমেরিকার রাজধানী ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়াতে স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ক্যালিফোর্নিয়াতে প্রথমবারের মতো ৭১ বছর বয়সী একজন মারা গেছেন। এর ফলেই সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
এ নিয়ে আমেরিকায় এ ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১-তে। এরমধ্যে ১০ জনই ওয়াশিংটনে মারা গেছেন। এখন পর্যন্ত আমেরিকার ১৬ রাজ্যে কমপক্ষে ১৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ক্যালিফোর্নিয়ার সাক্রামেন্টোতে মৃত ব্যক্তির বয়স ৭১ বছর। তিনি একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। একটি প্রমোদতরীতে করে ভ্রমণে বেরিয়েছিলেন তিনি। আশঙ্কা করা হচ্ছে, সেখান থেকে ওই ব্যক্তি সংক্রমিত হয়ে থাকতে পারেন।

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা পরিস্থিতির দায়িত্ব দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে। বুধবার মাইক পেন্স বলেছেন, যদি কোনো চিকিৎসক কোনো মার্কিনিকে করোনাভাইরাস পরীক্ষা করানোর পরামর্শ দেন তাহলে তাকে এই পরীক্ষা করাতে হবে। গতকাল পুরো আমেরিকায় এই ভাইরাস সনাক্তকরণ পরীক্ষার ক্ষেত্র বিস্তৃত করেছে হোয়াইট হাউজ।#
পার্সটুডে/এসআইবি/৫