ইরান ব্রিকস সদস্য দেশগুলোর কাছে তার বৈজ্ঞানিক মেগাপ্রকল্পগুলো উপস্থাপন করেছে
-
ব্রিকস সদস্য দেশগুলোর কাছে ইরানের বৈজ্ঞানিক মেগাপ্রকল্পগুলো উপস্থাপন
পার্সটুডে- ইরানের ল্যাবরেটরি নেটওয়ার্কের পরিচালক বলেছেন: ইরান বৈজ্ঞানিক গবেষণা প্রকল্পগুলো এবং অবকাঠামোর ওপর ওয়ার্কিং গ্রুপের সদস্য দেশগুলোর কাছে নিজস্ব বৈজ্ঞানিক মেগাপ্রকল্প হিসেবে চারটি প্রধান প্রকল্প উপস্থাপন করেছে।
আল-আলমম নিউজ নেটওয়ার্কের উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, ব্রিকস সদস্য দেশগুলোর গবেষণা অবকাঠামো এবং বৈজ্ঞানিক মেগাপ্রকল্পগুলোর ওপর ওয়ার্কিং গ্রুপের সপ্তম বৈঠকের কথা উল্লেখ করে দেশটির ল্যাবরেটরি নেটওয়ার্কের পরিচালক আমির ইউনেসিয়ান বলেছেন: ইরান এই সভাটি আজাদি হোটেলে আয়োজন করবে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রথমবারের মতো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-প্রধান ইরানে ব্রিকস ফোকাল পয়েন্ট হিসেবে দেশের ল্যাবরেটরি নেটওয়ার্ককেও বেছে নিয়েছে।
তিনি আরও বলেন: আমরা ল্যাবরেটরি অবকাঠামোর ক্ষেত্রে কাঠামো এবং মেগাপ্রকল্পগুলোর একটি হিসাবে এই ওয়ার্কিং গ্রুপের সদস্য দেশগুলোর কাছে দেশের ল্যাবরেটরি নেটওয়ার্ক পরিচয় করিয়ে দিতে চাই এবং ব্রিকস সদস্য দেশগুলোর ল্যাবরেটরি অবকাঠামো নেটওয়ার্কে এই নেটওয়ার্কের সদস্যপদ প্রস্তাব করছি।
ল্যাবরেটরি নেটওয়ার্কের সফল কর্মক্ষমতার কথা উল্লেখ করে ইউনেসিয়ান বলেন: জাতীয় পর্যায়ে ল্যাবরেটরি অবকাঠামো ভাগাভাগি এবং একীভূত করার ক্ষেত্রে সাফল্যের কারণে দেশের ল্যাবরেটরি নেটওয়ার্কের অভিজ্ঞতাকে একটি সফল মডেল হিসেবে বিবেচনা করা হয় এবং আমরা আশা করি যে এই সম্মেলন আয়োজনের পর সদস্য দেশগুলোও প্রয়োজনীয় সহযোগিতা শুরু করবে। আমরা একটি সাধারণ নেটওয়ার্ক কাঠামো তৈরি করে সদস্য দেশগুলোর ল্যাবরেটরি অবকাঠামোগুলোকে একত্রিত করার চেষ্টা করছি।"
এই অনুষ্ঠানে ইরানি প্রকল্পগুলো উপস্থাপনের কর্মসূচি সম্পর্কে দেশটির ল্যাবরেটরি নেটওয়ার্কের পরিচালক বলেন: সভার অন্যতম প্রধান বিষয় হল ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবকাঠামো এবং মেগাপ্রকল্পগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। এই কাঠামোর মধ্যে জাতীয় মস্তিষ্ক পরীক্ষাগার, প্রাইমেট ল্যাবরেটরি, আলোক কেন্দ্রের ঝর্ণা এবং ইরানের জাতীয় পর্যবেক্ষণাগারের ৪টি মেগাপ্রকল্পও এই সভায় উপস্থাপন করা হয়েছিল।"
তিনি আরও বলেন: সভার দ্বিতীয় দিনে, আমরা দেশের ল্যাবরেটরি নেটওয়ার্ককে আরেকটি জাতীয় মেগাপ্রকল্প হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার এবং সদস্য দেশগুলোর প্রতিনিধিদের প্রশ্নের উত্তর দেওয়ার পরিকল্পনা করেছি।
অংশগ্রহণকারীদের ব্যাপারে ইউনিসিয়ান বলেন: এই সভাটি সদস্য রাষ্ট্রগুলোর জন্য ব্যক্তিগতভাবে এবং অনলাইনে অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল এবং রাশিয়ার প্রতিনিধিদল, যারা পূর্বে ওয়ার্কিং গ্রুপের আয়োজন করেছিল, তারা ব্যক্তিগতভাবে উপস্থিত আছেন। চীন, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও অনলাইনে সভায় অংশগ্রহণ করেছেন।#
পার্সটুডে/এনএম/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন