তেলের বাজার নিয়ন্ত্রণ: রাশিয়ার সঙ্গে আলোচনার খবর অস্বীকার করল রিয়াদ
https://parstoday.ir/bn/news/world-i78622-তেলের_বাজার_নিয়ন্ত্রণ_রাশিয়ার_সঙ্গে_আলোচনার_খবর_অস্বীকার_করল_রিয়াদ
আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণ করার লক্ষ্যে রাশিয়ার সঙ্গে আলোচনা করার খবর নাকচ করে দিয়েছে সৌদি আরব। করোনাভাইরাসের কারণে গত দু’সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ করে কমে যাওয়ার পর তেলের দাম আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে ওপেকভুক্ত কিছু দেশ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৮, ২০২০ ০৭:৩৫ Asia/Dhaka
  • তেলের বাজার নিয়ন্ত্রণ: রাশিয়ার সঙ্গে আলোচনার খবর অস্বীকার করল রিয়াদ

আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণ করার লক্ষ্যে রাশিয়ার সঙ্গে আলোচনা করার খবর নাকচ করে দিয়েছে সৌদি আরব। করোনাভাইরাসের কারণে গত দু’সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ করে কমে যাওয়ার পর তেলের দাম আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে ওপেকভুক্ত কিছু দেশ।

সৌদি আরবের নিউজ পোর্টাল ‘আস-সবক’ সেদেশের জ্বালানী মন্ত্রণালয়ের একজন পদস্থ কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

ওই কর্মকর্তা বলেছেন, সৌদি জ্বালানীমন্ত্রী  আব্দুলআজিজ বিন সালামান বিন আব্দুলআজিজ তার রুশ সমকক্ষের সঙ্গে ওপেকের সদস্যসংখ্যা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছিলেন; কিন্তু সে আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। ওই বৈঠকে তেলের দাম বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়নি বলে আস-সবক দাবি করে।  

তবে এর আগে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম খবর দিয়েছিল, সৌদি আরব তেলের বাজারে ভারসাম্য আনার লক্ষ্যে রাশিয়ার সঙ্গে আলোচনা করছে।

আন্তর্জাতিক বাজারে গত দু'স্তাহে তেলের দামের মারাত্মক পতন ঘটছে

রাশিয়ার পুঁজি বিনিয়োগ বিষয়ক দপ্তরের প্রধান বলেছেন, সৌদি আরবসহ আরো কিছু দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে মস্কো। তিনি আরো বলেন, ওপেকের সদস্য সংখ্যা বেড়ে গেলে তেলের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য একটি যৌথ সমঝোতার সম্ভাবনা রয়েছে। 

সম্প্রতি বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে তেলের দাম ঠিক রাখার লক্ষ্যে ওপেকভুক্ত ও ওপেক বহির্ভুত দেশগুলোর তেলের উৎপাদন কমানোর লক্ষ্যে কয়েকটি দেশ প্রচেষ্টা চালায়।কিন্তু সে প্রচেষ্টা সফল হয় নি এবং এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় অর্ধেক কমে গেছে।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।